স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রাথমিক স্বাস্থ্যসেবা কার্যক্রমকে আরও শক্তিশালী ও সম্প্রসারিত করার লক্ষ্যে নতুন করে ৬টি স্যাটেলাইট টিম চালু করা হয়েছে।
কুমিল্লা সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক (মেয়র পদমর্যাদা) জনাব মোঃ শাহ আলম আনুষ্ঠানিকভাবে এসব স্যাটেলাইট টিমের উদ্বোধন করেন।
নতুন চালু হওয়া স্যাটেলাইট টিমগুলোর মাধ্যমে নগরীর বিভিন্ন ওয়ার্ডে প্রাথমিক স্বাস্থ্যসেবা কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে মা ও শিশু স্বাস্থ্যসেবা, টিকাদান, সাধারণ রোগের চিকিৎসা ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে এসব টিম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।এ সময় প্রশাসক জনাব মোঃ শাহ আলম বলেন, নগরবাসীর দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান লক্ষ্য। নতুন স্যাটেলাইট টিম চালুর মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠী আরও সহজে স্বাস্থ্যসেবা পাবে। কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রাথমিক স্বাস্থ্যসেবা বিভাগ জানায়, পর্যায়ক্রমে এ ধরনের কার্যক্রম আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ সাইফুল ইসলাম ফয়সাল
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত