
নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লা আদর্শ সদর উপজেলা মিলনায়তনে মাধ্যমিক শিক্ষা পরিবারের উদ্যোগে ২০২৫ সালে অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীদের সম্মানে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদর্শ সদর, কুমিল্লার উপজেলা নির্বাহী অফিসার জনাব ফাতেমা তুজ জোহরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মো. শাহ জালাল।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজন কমিটির আহ্বায়ক এবং বিবির বাজার হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জনাব মোহাম্মদ জাকির হোসেন ভূঞা। অনুষ্ঠানে আদর্শ সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক ও কর্মচারীদের আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় আদর্শ সদর উপজেলার একাডেমিক সুপারভাইজার ও সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।বক্তারা অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের দীর্ঘ কর্মজীবনের অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।