
স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজের বিদায় উপলক্ষে জেলা আইনজীবী সমিতি, কুমিল্লার উদ্যোগে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মাহাবুবুর রহমান, সিনিয়র জেলা ও দায়রা জজ, কুমিল্লা।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মোঃ কাইমুল হক রিংকু এডভোকেট, জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি)।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ সহিদ উল্লাহ এডভোকেট, সভাপতি, জেলা আইনজীবী সমিতি, কুমিল্লা।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এডভোকেট খন্দকার মিজানুর রহমান, সাধারণ সম্পাদক, কুমিল্লা বার এবং রিক্রিয়েশন সেক্রেটারি।অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন এডভোকেট মুহাম্মাদ জহীরুল ইসলাম।বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সদস্যবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।