নিজস্ব সংবাদদাতা।।
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া-র আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী-র উদ্যোগে এ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) নগরীর মনোহরপুর জামে মসজিদে বাদ আছর দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া শেষে মনিরুল হক চৌধুরী জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে মনোহরপুর রাজগঞ্জ এলাকায় গণসংযোগ করেন।দোয়া ও মোনাজাত এবং গণসংযোগে উপস্থিত ছিলেন—মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু, সাবেক মেয়র মনিরুল হক সাক্কু, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, সিনিয়র সহ-সভাপতি আমিরুজ্জামান ভুঁইয়া, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ভুঁইয়া স্বপন, সাবেক যুগ্ম আহ্বায়ক মোজাহিদ চৌধুরী, দক্ষিণ থানা বিএনপির আহ্বায়ক হানিফ মিয়া, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আক্তার হোসেন, মহানগর বিএনপি নেতা সোহেল মজুমদার, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিয়াজ উদ্দিন রিয়াজ, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আতিক সেলিম রুবেল, দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির, ছাত্রদল নেতা নুর মোহাম্মদ মজুমদারসহ জেলা ও মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। দোয়া পূর্ববর্তী সংক্ষিপ্ত বক্তব্যে মনিরুল হক চৌধুরী বলেন, “গণতন্ত্রের মা, আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন এ দেশের মুক্তিকামী জনগণের প্রকৃত নেত্রী। তিনি কখনো জালিমের সঙ্গে আপোষ করেননি। তাঁর ইস্পাতকঠিন ও দৃঢ় নেতৃত্ব থেকে অনুপ্রেরণা নিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণে বিএনপি দেশের নেতৃত্ব দেবে।”দোয়া ও মোনাজাতে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করা হয়।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ সাইফুল ইসলাম ফয়সাল
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত