স্টাফ রিপোটার॥
কুমিল্লা সদর দক্ষিণ থানাধীন বিজয়পুর ইউনিয়নের সুলতানপুর গ্রামে প্রবাসী জাকির হোসেন এর কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবী করেন স্থানীয় আওয়ামীলীগ নেতা খোরশেদ আলাম। দাবীকৃত টাকা না পেয়ে সম্পত্তি দখল করে হামলা, মারধর ও বিপুল পরিমাণ নির্মাণ সামগ্রী লুটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়ে দু’জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় সদর দক্ষিণ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী মো. জাকির হোসেন একজন কুয়েত প্রবাসী। তিনি বর্তমানে ছুটিতে দেশে অবস্থান করছেন। তার মালিকানাধীন সুলতানপুর মৌজার ৬২ শতাংশ পৈত্রিক ওয়ারিশ সম্পত্তিতে মাটি ভরাট ও বাউন্ডারি ওয়াল নির্মাণ কাজ চলছিল। দীর্ঘদিন ধরেবিজয়পুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: খোরশেদ আলম ওই সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা করে আসছিল এবং বিভিন্ন সময় প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল বলে অভিযোগ রয়েছে।
গত ১১ জানুয়ারি সকাল ৮ টার দিকে বিজয়পুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম, ওয়ার্ড আওয়ামীলীগের সহ সভাপতি মো. আলী আক্কাস, মো. মিজানুর রহমান মিজান, আবুল কালাম, হাজী মফিজ উদ্দিন, মো. রিপন মিয়াসহ অজ্ঞাতনামা আরও ১০/১২ জন দেশীয় অস্ত্র নিয়ে ঘটনাস্থলে অনধিকার প্রবেশ করে। এ সময় তারা নির্মাণ কাজ বন্ধের হুমকি দিয়ে মো. জাকির হোসেন ও তার সঙ্গে থাকা সাইফুল ইসলামকে মারধর করে গুরুতর জখম করে। অভিযোগ রয়েছে, এক পর্যায়ে জাকির হোসেনকে হত্যার উদ্দেশ্যে শ্বাসরোধের চেষ্টাও করা হয়।
এছাড়াও হামলাকারীরা বাউন্ডারি ওয়াল ভেঙে ফেলে এবং ঘটনাস্থল থেকে প্রায় ৯ হাজার ইট, ১৩০ বস্তা সিমেন্ট ও আড়াই টন রডসহ প্রায় ৪ লাখ ৬০ হাজার টাকার নির্মাণ সামগ্রী পিকআপ ও ট্রাক্টরের মাধ্যমে লুট করে নিয়ে যায়।
আহতদের অবস্থা আশঙ্কাজনক হলে স্থানীয়রা উদ্ধার করে সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ বিষয়ে মো: জাকির হোসেন জানান, জায়গাটি আমার পৈত্রিক সম্পত্তি। আমি এই জায়গায় নির্মান কাজ করতে গেলে খোরশেদ আলম গংরা আমার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবী করেন। আমি চাঁদা না দেয়ায় ওরা আমার উপর হামলা চালায় এবং আমার মালামাল লুটে নেয়। আমি এ ঘটনার বিচার দাবী করছি।এ বিষয়ে জানতে চাইলে আওয়ামীলীগ নেতা মো: খোরশেদ আলম অভিযোগ অস্বীকার করেন।এ বিষয়ে সদর দক্ষিণ মডেল থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ সাইফুল ইসলাম ফয়সাল
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত