
স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা-৬ নং নির্বাচনীয় এলাকা, আদর্শ সদর উপজেলা, ৩ নং দুর্গাপুর দক্ষিণ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে নির্বাচনী প্রচার–প্রচারণার কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে।
কার্যালয় উদ্বোধন শেষে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ (ভিপি ওয়াসিম)।প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারি আবু।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা বিএনপির সদস্য জহিরুল হক চৌধুরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৩ নং দক্ষিণ দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আবুল হোসেন। এ সময় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।