কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আহছান উল্লাহ কুমিল্লা-১০ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী গফুর ভূঁইয়ার সঙ্গে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন।
এ সময় তিনি কুমিল্লা-১০ আসনে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। গফুর ভূঁইয়া তাঁর যোগদানকে স্বাগত জানিয়ে বলেন, তৃণমূল নেতাকর্মীদের ঐক্যই বিএনপির শক্তি এবং আসন্ন রাজনৈতিক আন্দোলন ও নির্বাচনে এই ঐক্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উপস্থিত নেতাকর্মীরাও এই যোগদানকে দলের জন্য ইতিবাচক ও সময়োপযোগী বলে মন্তব্য করেন।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ সাইফুল ইসলাম ফয়সাল
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত