
নিজস্ব সংবাদদাতা।।
কুমিল্লা মহানগরীর ২৫নং ওয়ার্ডের দয়াপুর মাদ্রাসায় আসরের নামাজ আদায় করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক সংসদ সদস্য এবং কুমিল্লা-০৬ নির্বাচনী আসনের স্বতন্ত্র প্রার্থী হাজী আমিন উর রশিদ ইয়াছিন।
নামাজ শেষে তিনি মাদ্রাসায় উপস্থিত মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁদের কাছে দোয়া কামনা করেন। এ সময় তিনি দেশ, জাতি ও দলের জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা করেন।মুসল্লিরাও তাঁর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও অবদানের কথা উল্লেখ করে সার্বিক কল্যাণ কামনা করেন। পুরো পরিবেশটি ছিল সৌহার্দ্যপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে পরিপূর্ণ।