স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা মহানগরীর ১০ নম্বর ওয়ার্ডে সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী ও গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা এবং তাকে স্মরণ করে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা–৬ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের প্রার্থী মনিরুল হক চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হাজী মোস্তাক মিয়া, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারি আবু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ (ভিপি ওয়াসিম), সিনিয়র সহ-সভাপতি আমিরুজ্জামান আমির, ১০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলী ইকরাম হক সুমনসহ মহানগর বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক কর্মকাণ্ড ও বাংলাদেশে গণতন্ত্রের স্থাপনায় তার অবদান স্মরণ করে তার রুহের মাগফিরাত কামনা করা হয়।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ সাইফুল ইসলাম ফয়সাল
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত