
স্টাফ রিপোর্টার।।
অদ্য ০৫/০১/২০২৬ তারিখ লাকসাম উপজেলার বিভিন্ন গ্যাস সিলিন্ডার দোকান ও বাজারে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। মূল্য তালিকা না রাখার অপরাধে এবং অতিরিক্ত দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ভোক্তা অধিকার সংরক্ষণের ২০০৯ অনুযায়ী একটি গ্যাস সিলিন্ডার দোকানে ৫০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। কান্দিরপাড় ইউনিয়নে লাইসেন্স ব্যতীত অবৈধভাবে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ভোক্তা অধিকার সংরক্ষণের ২০০৯ অনুযায়ী একটি দোকানে ২০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। প্রকাশ্যে পাবলিক প্লেসে ধূমপান করার অপরাধে ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০০৫ অনুযায়ী এক ব্যক্তিকে ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া লাকসাম বাজারে অবৈধভাবে ফুটপাত দখলকারীদের অপসারণ করা হয়। জনস্বার্থে মোবাইল কোর্টের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।