
স্টাফ রিপোর্টার।।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, কুমিল্লা ইউনিটের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিপি অ্যাডভোকেট কাইমুল হক রিংকু।এ সময় উপস্থিত ছিলেন প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ আব্দুল্লাহ পিন্টু (জিপি)।বিশেষ অতিথি ছিলেন অ্যাডভোকেট তারেক আব্দুল্লাহ এবং কুমিল্লা বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট মোঃ শহীদউল্লাহ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুমিল্লার বিভিন্ন স্তরের বিশিষ্ট আইনজীবীগণ।দোয়া পরিচালনা করেন স্থানীয় এক আলেমে দ্বীন।