
মো: গিয়াস উদ্দিন।।
কুমিল্লার বুড়িচং উপজেলায় বিএনপির রাজনীতিতে আবারও সক্রিয় হলেন শাহজাদা রনি,দীর্ঘদিন পর নিজ দলের ঘরে ফিরে আসায় দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও আশাবাদ তৈরি হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়,নানা রাজনৈতিক বাস্তবতার কারণে কিছুদিন তিনি সাংগঠনিক কার্যক্রম থেকে দূরে ছিলেন। সম্প্রতি কেন্দ্রীয় ও উপজেলা নেতৃবৃন্দের সঙ্গে আলোচনার মাধ্যমে সব দূরত্ব ঘুচিয়ে আনুষ্ঠানিকভাবে বুড়িচং উপজেলা বিএনপিতে পুনরায় যুক্ত হন তিনি।আজ ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন এর ৪নং ওয়ার্ড নির্বাচনী অফিস উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক অনানুষ্ঠানিক সভায় বিএনপি নেতারা বলেন, “ঘরের ছেলে ঘরে ফিরে আসায় সংগঠন আরও শক্তিশালী হবে। শাহজাদা রনি মাঠের রাজনীতিতে পরীক্ষিত ও ত্যাগী একজন নেতা।নিজের প্রতিক্রিয়ায় জাহজাদা রনি বলেন,“বিএনপি আমার রাজনৈতিক পরিবার। সবকিছুর অবসান ঘটিয়ে আবার দলের জন্য কাজ করতে পারাটা আমার জন্য গর্বের।তার প্রত্যাবর্তনের মাধ্যমে বুড়িচং উপজেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।