
স্টাফ রিপোর্টার।।
কুমিল্লায় মরহুম বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় কুমিল্লা সিটি এলাকার সকল ওয়ার্ডে মিলাদ ও দোয়া আয়োজনের লক্ষ্যে ওয়ার্ড পর্যায়ের কর্মীদের নিয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জনাব মনিরুল হক সাক্কু। তিনি কর্মীদের উদ্দেশ্যে বলেন, মিলাদ ও দোয়ার আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকলকে একতাবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ডের নেতা-কর্মী এবং স্থানীয় নেতৃবৃন্দ। প্রসঙ্গত, আসন্ন মিলাদ ও দোয়ার মাধ্যমে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হবে এবং এলাকার শান্তি ও ঐক্য বজায় রাখার জন্য সকলের অংশগ্রহণ নিশ্চিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।