1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
এলপি গ্যাসের নতুন দাম ঘোষণা: খুচরা পর্যায়ে বাস্তবায়নে কঠোর হুঁশিয়ারি! - কুমিল্লার খবর
সোমবার, ০৫ জানুয়ারী ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
৭০ শতাংশ মানুষ বিএনপিকে ভোট দিতে চায়: ইএএসডি এই জরিপ। এলপি গ্যাসের নতুন দাম ঘোষণা: খুচরা পর্যায়ে বাস্তবায়নে কঠোর হুঁশিয়ারি! তারেক রহমান দুই-এক দিনের মধ্যেই চেয়ারম্যান পদে আসছেন : মির্জা ফখরুল গুম থেকে জীবিত ফেরা ৭৫ শতাংশই জামায়াত-শিবিরের ২০২৬ সালে ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সিরিজের সূচি ঘোষণা; তবে অনিশ্চয়তার মেঘ কাটেনি লুটপাটমুক্ত কুমিল্লা গড়তে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিন: কাজী দ্বীন মোহাম্মদ তারেক রহমানের সঙ্গে জাতীয় প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাক্ষাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কুমিল্লা বিএনপি’র নেতা হাজী ইয়াছিনের  উদ্যোগে দোয়া মাহফিল কুমিল্লা -১১ চৌদ্দগ্রাম আসনে বিএনপি প্রার্থী কামরুল হুদার বিরুদ্ধে ১১কোটি ৮৩ লাখ টাকা গ্যাস চুরি অভিযোগ চৌদ্দগ্রামে কালিকাপুর ইউনিয়নে জামায়াত সমর্থিত প্রার্থীর দাড়ি পাল্লার নির্বাচনী কার্যালয় উদ্ধোধন

এলপি গ্যাসের নতুন দাম ঘোষণা: খুচরা পর্যায়ে বাস্তবায়নে কঠোর হুঁশিয়ারি!

  • প্রকাশিত: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬

এলপি গ্যাসের নতুন দাম ঘোষণা: খুচরা পর্যায়ে বাস্তবায়নে কঠোর হুঁশিয়ারি!

​নিজস্ব প্রতিবেদক।।
​নতুন বছরের শুরুতেই ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম পুনর্নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। গতকাল ৪ জানুয়ারি বিকেলে এক সংবাদ সম্মেলনে জানুয়ারি মাসের জন্য এই নতুন দাম ঘোষণা করা হয়। তবে এই নতুন দাম খুচরা পর্যায়ে কার্যকর হবে কি না, তা নিয়ে ভোক্তাদের মধ্যে সংশয় থাকায় প্রশাসনের পক্ষ থেকে কঠোর তদারকির আশ্বাস দেওয়া হয়েছে।
​নতুন দামের বিস্তারিত:
​বিইআরসি’র ঘোষণা অনুযায়ী, ভোক্তা পর্যায়ে প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ৫৩ টাকা বাড়িয়ে ১,৩০৬ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ১,২৫৩ টাকা। এছাড়া অটোগ্যাসের দামও প্রতি লিটারে ২.৪৮ টাকা বাড়িয়ে ৫৯.৮০ টাকা করা হয়েছে। নতুন এই দর গতকাল (রোববার) সন্ধ্যা থেকেই কার্যকর হওয়ার কথা।
​খুচরা পর্যায়ে বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা:
​সংবাদ সম্মেলনে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ বর্তমান বাজার পরিস্থিতি ও সরবরাহ সংকটের কথা স্বীকার করেন। তিনি জানান, বাজারে গ্যাসের সরবরাহ লাইনে কিছু ঘাটতি রয়েছে। খুচরা পর্যায়ে নির্ধারিত দাম মানা হবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “নতুন দাম যেন খুচরা পর্যায়ে কার্যকর হয়, সে বিষয়ে আমরা কাজ করছি। তবে শতভাগ নিশ্চয়তা দেওয়া কঠিন হলেও আমরা জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাধ্যমে নিয়মিত অভিযান পরিচালনা করব।”
​সাধারণ মানুষের ভোগান্তি:
​অভিযোগ রয়েছে যে, বিইআরসি দাম নির্ধারণ করলেও খুচরা বিক্রেতারা অনেক সময় তা মানেন না। বর্তমানে দেশের বিভিন্ন স্থানে ১২ কেজির সিলিন্ডার ১,৫০০ থেকে ১,৮০০ টাকায়ও বিক্রি হওয়ার খবর পাওয়া যাচ্ছে। সাধারণ গ্রাহকদের দাবি, শুধু দাম নির্ধারণ করলেই হবে না, তা খুচরা বাজারে কার্যকর হচ্ছে কি না সেটিও প্রশাসনকে নিশ্চিত করতে হবে।
​প্রশাসনের পদক্ষেপ:
বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে গ্যাসের কাঁচামালের দাম বৃদ্ধি পাওয়ায় দেশেও দাম সমন্বয় করতে হয়েছে। কেউ নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম নিলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর