
মনোয়ার হোসেন, নিজস্ব প্রতিবেদক।।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুমিল্লার চৌদ্দগ্রামে ৩নং কালিকাপুর ইউনিয়নের দাড়ি পাল্লার নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়েছে।শুক্রবার (২ জানুয়ারি) সন্ধ্যায় কালিকাপুর ইউনিয়নের নোয়া বাজারে কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালিকাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রুহুল আমিন।অনুষ্ঠানে জামমুড়া গ্রামের সর্দার অহিদুর রহমানের সভাপতিত্বে ও কালিকাপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মকবুল আহম্মদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মাষ্টার কপিল উদ্দিন, কালিকাপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আবুল হাসেম, কেন্দ্র পরিচালক প্রিন্সিপাল সোলাইমান সিদ্দিক, সহকারী কেন্দ্র পরিচালক শাহজাহান মজুমদার, কালিকাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জাকির মাহমুদ, কালিকাপুর ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আর্মি বাহার মিয়া, নোয়া বাজারের ব্যবসায়ী সাইফুল ইসলাম।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মিয়া বাজারের ব্যবসায়ী সায়েম আলো মাহমুদ, ডা: মহিন উদ্দিন, আতর ইসলাম সহ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।