নতুন পুলিশ সুপারের সুদূরপ্রসারী কৌশল ও কঠোর নির্দেশনায় কুমিল্লা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) আবারও প্রমাণ করলো—অপরাধীদের জন্য কুমিল্লা এখন আর নিরাপদ নয়। ডিবির একটি সময়োপযোগী ও নিখুঁত অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগজিন ও চার রাউন্ড গুলিসহ মোঃ জসিম উদ্দিন (৪২) নামের এক তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।ডিবি সূত্র জানায়, জেলা গোয়েন্দা শাখার সাধারণ ডায়রী নং–৩৫ (তারিখ: ০২/০১/২০২৬ খ্রি.) এর আলোকে অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন অভিজ্ঞ ও চৌকস অফিসার এসআই সঞ্জয় এবং এসআই মোঃ বিল্লাল হোসেন, যাদের নেতৃত্বে অভিযানটি নিখুঁতভাবে সম্পন্ন হয়।আভিযানিক দলে আরও উপস্থিত ছিলেন এএসআই মোঃ আশিক, এএসআই অনিদেব দাস, কনস্টেবল মোঃ তারিকুল ইসলাম (১০৪৫), তানজির হোসেন (১৮২৬), আফি উদ্দিন (২৯৬), সাদ্দাম হোসেন (১০৫৮) ও শরীফুল ইসলাম (১৩৩৫)। সমন্বিত টিমওয়ার্ক ও পেশাদারিত্বের মাধ্যমে ডিবি টিম পুরো অভিযানটি সফলভাবে পরিচালনা করে।ডিবি পুলিশের নির্ভরযোগ্য গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কোতোয়ালী মডেল থানাধীন পাঁচথুবী ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের ফরিজার বাড়ির বাসিন্দা মোঃ জসিম উদ্দিন অবৈধ বিদেশি পিস্তল বহন করছে এবং নিজ বাড়িতে অবস্থান করছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়। এরপর ০২ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ২১টা ৫৫ মিনিটে টিকারচর ব্রিজ এলাকায় কৌশলগতভাবে অবস্থান নেয় ডিবি পুলিশের টিম।রাত আনুমানিক ২২টা ০৫ মিনিটে ডিবি পুলিশের দল ঘটনাস্থলে পৌঁছালে আসামি পালানোর চেষ্টা করে। তবে ডিবি টিমের তৎপরতা, সাহসিকতা ও সঙ্গীয় ফোর্সের দ্রুত প্রতিক্রিয়ায় তাকে তাৎক্ষণিকভাবে আটক করা হয়।
আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি তার বসতঘরে অবৈধ অস্ত্র ও গুলি থাকার কথা স্বীকার করে। তার উপস্থিতিতে এবং স্থানীয় নির্ভরযোগ্য সাক্ষীদের সামনে বসতঘরের দক্ষিণ পাশের টিনের চালার নিচে রাখা একটি ট্রাংক তল্লাশি করে একটি প্লাস্টিকের বাজারের ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগের ভেতর থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।উদ্ধারকৃত পিস্তলটির নলের এক পাশে “7.65MM” এবং অপর পাশে “SPECIAL MADE IN USA, N-7001” লেখা ছিল। ম্যাগজিনে চার রাউন্ড গুলি ভর্তি অবস্থায় পাওয়া যায়, যার মধ্যে তিনটি গুলির পেছনে “KF 765” এবং একটি গুলির পেছনে “HPM 25 32” লেখা ছিল। পিস্তলটির ফায়ারিং পিন সচল এবং বাটসহ দৈর্ঘ্য আনুমানিক ৮ ইঞ্চি।উদ্ধারকৃত আলামত যথাযথ আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করে রাত আনুমানিক ২৩টা ২০ মিনিটে আসামিকে কোতোয়ালী মডেল থানায় হাজির করা হয়।পুলিশি জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করে যে, সে দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র বহন করে আসছিল এবং নিজেকে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচয় দেয়। সে অবৈধ অস্ত্রের ভয় দেখিয়ে এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করত বলেও স্বীকার করে।
প্রাথমিক তদন্তে আরও জানা যায়, আসামি তার অপরাধ গোপন করতে সহযোগী ও অজ্ঞাতনামা আরও ২–৩ জনের সঙ্গে যোগসাজশে অবৈধ অস্ত্র ও গুলি বহন করছিল।এ ঘটনায় ধৃত আসামির বিরুদ্ধে The Arms Act 1878-এর 19-A/(f) ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামি ও জব্দকৃত আলামত বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। বিষয়টি নিয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।এই সফল অভিযান আবারও প্রমাণ করে, নতুন পুলিশ সুপারের নেতৃত্বে কুমিল্লা ডিবি পুলিশ একটি শক্তিশালী, সাহসী ও পেশাদার ইউনিট হিসেবে অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এসআই সঞ্জয় ও এসআই বিল্লাল হোসেনের নেতৃত্বে ডিবির এই সাফল্য কুমিল্লাবাসীর নিরাপত্তা নিশ্চিতকরণে এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ সাইফুল ইসলাম ফয়সাল
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত