

খুলনায় ৪র্থ দিনের মত জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ জানুয়ারি) খুলনা-৪ আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। এই আসনের স্বতন্ত্র প্রার্থী এস এম আজমল হোসেনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে এবং ৪ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
মনোনয়নপত্র বৈধ হওয়া প্রার্থীরা হলেন, ইসলামী আন্দোলনের প্রার্থী ইউনুস আহম্মেদ সেখ, বিএনপি’র প্রার্থী এস কে আজিজুল বারী, খেলাফত মজলিসের প্রার্থী এস এম সাখাওয়াত হোসাইন ও জামায়াতে ইসলামীর প্রার্থী মোঃ কবিরুল ইসলাম।