স্টাফ রিপোর্টার।।
কুমিল্লায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি করার দায়ে দুই প্রতিষ্ঠানকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।শনিবার (৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টা থেকে জেলার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার ও চাষাপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, বিইআরসি (BERC) কর্তৃক নির্ধারিত ১২ কেজির সিলিন্ডারের মূল্য ১,২৫৩ টাকা হলেও প্রতিষ্ঠানগুলো ১,৪৫০ টাকায় বিক্রি করছিল। এমন অভিযোগের ভিত্তিতে পদুয়ার বাজার এলাকার এলপিজি গ্যাস পরিবেশক **‘মেসার্স সরকার এন্টারপ্রাইজ’কে ৫০ হাজার টাকা এবং চাষাপাড়া এলাকার **‘মেসার্স উজ্জ্বল ট্রেডার্স’কে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।আভিযান পরিচালনাকারী জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: কাউছার মিয়া জানান, অতিরিক্ত মূল্যে সিলিন্ডার বিক্রি রোধে এই তদারকি অভিযান চালানো হয়েছে। জরিমানার পাশাপাশি ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্যে পণ্য ক্রয়-বিক্রয় করতে কঠোরভাবে সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।অভিযানে জেলা পুলিশের একটি টিম নিরাপত্তা ও সার্বিক সহযোগিতা প্রদান করে। এছাড়া সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ সাইফুল ইসলাম ফয়সাল
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত