চৌদ্দগ্রাম প্রতিনিধি, কুমিল্লা।।
বেগম খালেদা জিয়া দেশনেত্রী ও গণতন্ত্রের প্রতীক ছিলেন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের।
তিনি বলেন, বিএনপির চেয়ারপার্সন হলেও বেগম খালেদা জিয়া ছিলেন পুরো বাংলাদেশের মানুষের নেত্রী। উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তিনি আজীবন সংগ্রাম করেছেন এবং স্বৈরাচারের কাছে কখনো আপোষ করেননি।
মঙ্গলবার রাতে রাজধানীর গুলশানে বিএনপির দলীয় কার্যালয়ে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানাতে উপস্থিত হয়ে এসব কথা বলেন তিনি। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি ও জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় জামায়াতের পক্ষ থেকে শোক জানিয়ে ডা. তাহের খালেদা জিয়ার শোক বইতে স্বাক্ষর করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ সাইফুল ইসলাম ফয়সাল
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত