নিজস্ব প্রতিবেদক।।
আজ ২৯ ডিসেম্বর ২০২৫, এক আবেগঘন পরিবেশে কুমিল্লা-৮ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী, জননেতা জাকারিয়া তাহের সুমন তার নির্বাচনী কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেছেন। দিনের শুরুতে তিনি ‘আধুনিক বরুড়ার রূপকার’ ও সাবেক সফল সংসদ সদস্য, তাঁর প্রয়াত পিতা মরহুম এ কে এম আবু তাহের সাহেবের কবর জিয়ারত করেন।
পিতার বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং তাঁর আদর্শকে পাথেয় করে বরুড়াবাসীর সেবায় নিজেকে নিয়োজিত করার শপথ নেন তিনি। কবর জিয়ারত শেষে তিনি কুমিল্লা জেলা নির্বাচনী রিটার্নিং অফিসারের কার্যালয়ে (ডিসি অফিস) উপস্থিত হয়ে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে তাঁর মনোনয়নপত্র দাখিল করেন।মনোনয়নপত্র দাখিল শেষে এক প্রতিক্রিয়ায় জাকারিয়া তাহের সুমন বলেন:"আমার শ্রদ্ধাভাজন পিতা মরহুম এ কে এম আবু তাহের বরুড়াবাসীকে নিয়ে যে উন্নয়নের স্বপ্ন দেখেছিলেন, সেই অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করা এবং অবহেলিত এই জনপদকে উন্নয়নের রোল মডেলে সাজানো আমার মূল লক্ষ্য। আমি বরুড়ার আপামর জনসাধারণের দোয়া, সমর্থন ও সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। আমরা ঐক্যবদ্ধভাবে একটি সমৃদ্ধ ও আধুনিক বরুড়া গড়ে তুলব, ইনশাআল্লাহ।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ সাইফুল ইসলাম ফয়সাল
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত