স্টাফ রিপোর্টার।
আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৬ সদর আসনে বংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ মনোনয়ন ফরম সংগ্রহ করেছে ।বুধবার(২৪ ডিসেম্বর) সকালে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মু রেজা হাসানের কাছ থেকে জামায়াতে ইসলামী মনোনীত কাজী দ্বীন মোহাম্মদ এ মনোনয়নপত্র সংগ্রহ করেন।এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর সহকারী সেক্রেটারী মুহাম্মদ কামারুজ্জামান সোহেল,মহানগরী নায়েবে আমীর মুহাম্মদ মোসলে উদ্দিন, মহানগরী যুব বিভাগ সভাপতি কাজী নজীর আহমেদসহ জেলা ও মহানগরের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।এদিকে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মু রেজা হাসান জানান,নির্বাহী ম্যাজিস্ট্রেটদের কার্যক্রম চলমান রয়েছে। নির্বাচন আচরণ বিধিমালা প্রতিপালনের জন্য প্রার্থীদের প্রাথমিকভাবে বলা হয়েছে। এখন পর্যন্ত আচরণ ভঙ্গের কোন অভিযোগ পাওয়া যায়নি।
মঙ্গলবার পর্যন্ত কুমিল্লার ১১ টি আসনে ৮২ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।