1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা চৌদ্দগ্রামের ঐতিহ্যবাহী কুলিয়ারা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী বৃহস্পতিবার অতিথি থাকবেন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এক অনুষ্ঠানে দুই ব্যানার প্রার্থীর বিরুদ্ধে  স্লোগান! কুমিল্লা পাঁচথুবি ইউনিয়নে সেনাবাহিনীর ও যৌথবাহিনী’র অভিযানে দেশীয় পাইপগান ও কার্তুজ উদ্ধার। কুমিল্লায় এমআইএফটি’র শিক্ষার্থী সংবর্ধনা কর্মমুখী উচ্চ শিক্ষার নতুন দ্বার উন্মোচন আমি আবেগে পড়ে মনোনয়ন পত্র কিনেছি, আমার ভুল হয়েছে – সাক্কু চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের পৃথক অভিযানে ২ মাটি বিক্রেতাকে ৩ লাখ টাকা জরিমানা আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় প্রধান উপদেষ্টার নেতৃত্বে বৈঠক অনুষ্ঠিত বিএনপির ঘরে ভাগ বসাতে চায় জামায়াত! কুমিল্লা স্টেডিয়ামে যৌথ বাহিনীর অভিযানে দেশি-বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার কুমিল্লায় জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত;

এক অনুষ্ঠানে দুই ব্যানার প্রার্থীর বিরুদ্ধে  স্লোগান!

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে

এক অনুষ্ঠানে দুই ব্যানার প্রার্থীর বিরুদ্ধে  স্লোগান!

ভুয়া ভুয়া ভুয়া স্লোগানে বিভিন্ন নেতা ও কর্মীবৃন্দ;

স্টাফ রিপোর্টার।।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কুমিল্লা মহানগর ও দক্ষিণ জেলা বিএনপির প্রস্তুতি সভায় হট্টগোলের ঘটনা ঘটেছে। সদর আসনে দলের মনোনয়ন পাওয়া মনিরুল হক চৌধুরীর বক্তব্যের সময় ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেওয়া পৌনে দুই মিনিটের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
গতকাল সোমবার বিকেলে কুমিল্লা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-৬ আসনের বিএনপির প্রার্থী ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী। সভায় দ্বিতীয় ব্যানারে প্রধান বক্তা হিসেবে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও মনোনয়নপ্রত্যাশী হাজি আমিনুর রশীদ ইয়াছিনের নাম থাকলেও প্রথম ব্যানারে ছিল না। যদিও সভায় উপস্থিত ছিলেন না হাজি ইয়াছিন।
সভায় উপস্থিত বিএনপির নেতারা জানান, সভা শুরুর আগেই ব্যানারে হাজি আমিনুর রশীদ ইয়াছিনের নাম না থাকায় তাঁর সমর্থকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। এ নিয়ে প্রথম দফায় হট্টগোল হয়। পরে দুপুরে ব্যানার সংশোধন করে পুনরায় টানানো হলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। সভা চলাকালে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ে। জানা গেছে, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম বক্তব্য দিতে উঠলে হট্টগোল শুরু হয়। তিনি হট্টগোলের মধ্যেই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করেন। পরে প্রধান অতিথি মনিরুল হক চৌধুরী বক্তব্য দিতে এলে হাজি আমিনুর রশীদ ইয়াছিনের সমর্থকরা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে শুরু করেন। এতে মিলনায়তনে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। ওই সময়ের পৌনে দুই মিনিটের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এসব স্লোগান হাজি ইয়াছিনের সমর্থকরাই দিয়েছেন বলে প্রত্যক্ষদর্শী নেতারা দাবি করেছেন। ভিডিওতে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপুকে মাইক্রোফোন হাতে নিয়ে কর্মী-সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানাতে দেখা যায়।
রাতে হাজি ইয়াছিন সমকালকে বলেন, ‘আমার এক লোক ডেঙ্গু আক্রান্ত। তাঁকে নিয়ে ব্যস্ত আছি, তাই সভায় যাওয়া হয়নি। ভুয়া ভুয়া স্লোগান কে দিয়েছে ভিডিও দেখা হয়নি।’
সভাপতির বক্তব্য দেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও কুমিল্লা-৮ (বরুড়া) আসনের প্রার্থী জাকারিয়া তাহের সুমন। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা বিভাগীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া। তাঁর ভাষ্য, মনিরুল হক চৌধুরী বক্তব্য দেওয়ার সময় আপত্তিকর স্লোগান দেওয়া হয়। পরে অবশ্য পরিস্থিতি ঠিক হয়ে যায়। প্রতিটি আসন থেকে পাঁচ থেকে ১০ হাজার লোক ঢাকায় যাবেন বলেও জানান তিনি। ভুয়া ভুয়া স্লোগানের বিষয়ে মনিরুল হক চৌধুরী সমকালকে বলেন, সভায় আমার লোক ছাড়া আর যারা ছিলেন, তারা তো হাজি ইয়াছিনের অনুসারী। তাহলে স্লোগান কারা দিয়েছেন, তাদের পরিচয় কি এটাও বলতে হবে? আপনারা বুঝে নেন।সভায় আরও বক্তব্য দেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের প্রার্থী হাজি জসিম উদ্দিন, মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, বিএনপি নেত্রী সাবেরা আলাউদ্দিন প্রমুখ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট