1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের পৃথক অভিযানে ২ মাটি বিক্রেতাকে ৩ লাখ টাকা জরিমানা আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় প্রধান উপদেষ্টার নেতৃত্বে বৈঠক অনুষ্ঠিত বিএনপির ঘরে ভাগ বসাতে চায় জামায়াত! কুমিল্লা স্টেডিয়ামে যৌথ বাহিনীর অভিযানে দেশি-বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার কুমিল্লায় জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত; ব্রাহ্মণপাড়ায় ৫০ তম ঈমানী নূরানী বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত খেলাধুলা যুবসমাজকে মাদক থেকে দূরে রাখে-সফিকুর রহমান কুমিল্লার একমাত্র নারী প্রার্থী হিসেবে বিএনপি’র মনোনয়ন পত্র সংগ্রহ করলেন সোহানা শিউলী হাদি হত্যাকাণ্ডে মোটরসাইকেল মালিক সন্দেহে গ্রেপ্তার হান্নানের জামিন সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ছয় সেনা কর্মকর্তা  শাহাদাত বরণে রাষ্ট্রীয় মর্যাদায় কাফান-দাফন সম্পন্ন হয়।

বিএনপির ঘরে ভাগ বসাতে চায় জামায়াত!

  • প্রকাশিত: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ৪০ বার পড়া হয়েছে

বিএনপির ঘরে ভাগ বসাতে চায় জামায়াত!

নিজস্ব প্রতিবেদক।।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লার ১১ আসনে বইছে নির্বাচনি হাওয়া। সব কটি আসনেই বিএনপির ঘরে ভাগ বসাতে চাইছে জামায়াতে ইসলামী। খোঁজ নিয়ে ধারণা পাওয়া গেছে, আসনগুলোর ৫টিতে দ্বিমুখী ও ৬টিতে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। ত্রিমুখী লড়াই হতে পারে কুমিল্লা-২, ৪, ৬, ৭, ৯ ও ১০ আসনে।
কুমিল্লা-১১ আসনে জামায়াতের আধিপত্য রয়েছে। এর সঙ্গে তারা আরও ২-৩টি আসন যোগ করতে মরিয়া হয়ে কাজ করছে।
কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) : ১৯৯১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে আসনটি বিএনপির দখলে ছিল। মাঝে দেড় দশক দখলে রাখে আওয়ামী লীগ।এ আসনে এবারও বিএনপির প্রার্থী ড. খন্দকার মোশাররফ হোসেন। তাঁর বিপরীতে জামায়াতে ইসলামীর প্রার্থী দলের উপজেলা আমির মো. মনিরুজ্জামান বাহলুল।
কুমিল্লা-২ (হোমনা-তিতাস) : আসনটি একসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারের শক্ত ঘাঁটি ছিল। এবার মনোনয়ন পেয়েছেন দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা সাংগঠনিক বিভাগ) অধ্যক্ষ মো. সেলিম ভুঁইয়া। এদিকে চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাবেক এপিএস ইঞ্জিনিয়ার আবদুল মতিন খান স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। এ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য নাজিম উদ্দিন মোল্লা। এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলমও প্রার্থী হিসেবে মাঠে কাজ করছেন। তবে এখানে জোটের কারণে জামায়াত ও ইসলামী আন্দোলনের মধ্যে যে কোনো একজন চূড়ান্তভাবে প্রার্থী হতে পারেন বলে আলোচনা রয়েছে।
বিএনপির প্রার্থী অধ্যক্ষ মো. সেলিম ভুঁইয়া দলের বিদ্রোহী প্রার্থীর বিষয়ে বলেন, ‘বড় দলে একাধিক মনোনয়নপ্রত্যাশী থাকতেই পারেন।
তবে মান-অভিমান সময়মতো ঠিক হয়ে যাবে। ’
কুমিল্লা-৩ (মুরাদনগর) : এ আসনটিতে বিএনপির প্রার্থী দলের ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। তিনি পাঁচবারের সংসদ সদস্য। আসনটি বিএনপির ঘাঁটি হলেও জামায়াতে ইসলামীর প্রার্থী কুমিল্লা উত্তর জেলা কর্মপরিষদ সদস্য ইউসুফ হাকিম সোহেলও বেশ তৎপর। তিনি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান।
কুমিল্লা-৪ (দেবিদ্বার) : এখানে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী। তবে আসনটিতে বিএনপির আরেকজন মনোনয়নপ্রত্যাশী কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্যসচিব এ এফ এম তারেক মুন্সি। এ নিয়ে এখনো বিএনপির মধ্যে দ্বন্দ্ব রয়েছে। এ আসনে এনসিপি থেকে প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি ভোটের মাঠে দাপিয়ে বেড়াচ্ছেন। এ ছাড়া এখানে জামায়াতের প্রার্থী হলেন দলটির উত্তর জেলা সেক্রেটারি, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম শহীদ। এখানে বিএনপি, এনসিপি ও জামায়াতের মধ্যে ত্রিমুখী লড়াই হতে পারে বলে ধারণা পাওয়া যাচ্ছে।
কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) : এখানে বিএনপির প্রার্থী দলের ব্রাহ্মণপাড়া উপজেলা সভাপতি জসিম উদ্দিন। এ আসনে মনোনয়নপ্রত্যাশী বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি এ টি এম মিজানুর রহমান, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন প্রমুখ। তাঁদের মধ্যে কেউ স্বতন্ত্র নির্বাচন করতে পারেন বলে আলোচনা রয়েছে। এ ছাড়া জামায়াতে ইসলামীর প্রার্থী হয়েছেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. মোবারক হোসেন। এখানে জামায়াতের কার্যক্রম মজবুত বলে তাদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। এ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রচার চালাচ্ছেন ব্যারিস্টার সোহরাব খান চৌধুরী ও এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভুঁইয়া। এখানে বিএনপি ও জামায়াতের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার আভাস পাওয়া যাচ্ছে।
কুমিল্লা-৬ (আদর্শ সদর, সদর দক্ষিণ উপজেলা, সিটি করপোরেশন ও কুমিল্লা সেনানিবাস এলাকা) : এ আসনে বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব রয়েছে। এখানে দল প্রার্থী দিয়েছে চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরীকে। অন্যদিকে চেয়ারপারসনের আরেক উপদেষ্টা আমিনুর উর রশিদ ইয়াছিন চূড়ান্ত মনোনয়ন পাবেন মনে করে মাঠে কাজ করছেন। অন্যদিকে জামায়াতের প্রার্থী দলের মহানগরী আমির কাজী দ্বীন মোহাম্মদ। এখানে এবি পার্টির প্রার্থী দলের জেলা সভাপতি মিয়া মোহাম্মদ তৌফিক আর এনসিপির দলের কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ।
কুমিল্লা-৭ (চান্দিনা) : আসনটিতে গণসংযোগ করছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব ড. রেদোয়ান আহমেদ। তিনি চারবারের সংসদ সদস্য। তিনি বিএনপির সম্ভাব্য জোট থেকে মনোনয়ন পাবেন বলে আশা করছেন। এ আসনে এখনো বিএনপি প্রার্থী দেয়নি। এখানে উপজেলা বিএনপি সভাপতি আতিকুল আলম শাওনও দলীয় মনোনয়ন চেয়েছেন। তিনি দলের মনোনয়ন না পেলে স্বতন্ত্র নির্বাচন করতে পারেন বলেও আলোচনা রয়েছে। অন্যদিকে জামায়াতে ইসলামীর প্রার্থী উপজেলা নায়েবে আমির মাওলানা মোশাররফ হোসেন। এখানে বিএনপি, এলডিপি ও জামায়াতের মধ্যে লড়াই হতে পারে।
কুমিল্লা-৮ (বরুড়া) : এ আসনে বিএনপির প্রার্থী কেন্দ্রীয় কর্মসংস্থানবিষয়ক সম্পাদক, দলের দক্ষিণ জেলা সভাপতি জাকারিয়া তাহের সুমন। জামায়াতের প্রার্থী ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ, দলের দক্ষিণ জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক মু. শফিকুল আলম হেলাল।
কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) : এ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির কেন্দ্রীয় শিল্পবিষয়ক সম্পাদক, লাকসাম উপজেলা সভাপতি আবুল কালাম। স্বতন্ত্র হিসেবে নির্বাচনের ঘোষণা দিয়েছেন সাবেক এমপি প্রয়াত কর্নেল (অব.) এম আনোয়ার উল-আজিমের মেয়ে বিএনপি নেত্রী সামিরা আজিম দোলা। জামায়াতের প্রার্থী হয়েছেন দলের দক্ষিণ জেলা সেক্রেটারি, লাকসাম উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ড. সৈয়দ এ কে এম সরওয়ার উদ্দিন ছিদ্দিকী। এখানে ত্রিমুখী লড়াই হতে পারে।
কুমিল্লা-১০ (নাঙ্গলকোট ও লালমাই) : এ আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন সাবেক এমপি আবদুল গগুর ভুঁইয়া। তবে এখনো মনোনয়নের দাবি জানিয়ে আসছেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মোবাশ্বের আলম ভুঁইয়া। জামায়াতের প্রার্থী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা ইয়াসিন আরাফাত। এখানে ত্রিমুখী লড়াই হতে পারে।
কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) : এখানে বিএনপির প্রার্থী দলের উপজেলা সভাপতি কামরুল হুদা। জামায়াতের প্রার্থী দলের নায়েবে আমির, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট