
কুমিল্লার খবর অনলাইন নিউজ ডেস্ক।।
রাজধানীর ঢাকা মগবাজার ওয়্যারলেস মোড় এলাকায় দুই ভাই‑বোন শুক্রবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পরবর্তী সময়ে মারা গেছেন।পুলিশ প্রাথমিকভাবে খাবারে বিষক্রিয়ার (food poisoning) কারণে মৃত্যুর সম্ভাবনা দেখছে, তবে আসল কারণ নিশ্চিত হতে ময়নাতদন্ত রিপোর্টের অপেক্ষা চলছে।স্থানীয় পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, আফরিদা চৌধুরী (১০) ও তার ছোট ভাই ইলহাম চৌধুরী (১ বছর ২ মাস) শুক্রবার রাতে পরিবারের সঙ্গে একসাথে খাবার খেয়ে ঘুমাতে যান। শনিবার ভোরে আফরিদা অসুস্থ হয়ে পড়ে এবং স্থানীয় রাশমনো হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৭টা নাগাদ তিনি মারা যান। তাহলেই পরে ইলহামও বমি ও অসুস্থতা শুরু করলে মগবাজার কমিউনিটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দিনশেষে তিনি মারা যান। তাদের মা ও বাবাও একই খাবার খেয়ে অসুস্থ হন, কিন্তু বর্তমানে চিকিৎসা নিয়ে স্বাভাবিক অবস্থায় রয়েছেন। হাতিরঝিল পুলিশ স্টেশনের উপ‑পরিদর্শক সুমন মিয়া জানিয়েছেন, ব্রতচিহ্ন বা আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিক পরিস্থিতি ও পরিবারের বর্ণনা অনুযায়ী এটা খাবারে বিষক্রিয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে, তবে প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের ফলাফল বের হওয়া প্রয়োজন।