
তৌহিদ হোসেন সরকার,নিজস্ব প্রতিনিধি।।
জুলাই বিপ্লবের সম্মুখযোদ্ধা শহীদ শরিফ ওসমান হাদীর গায়েবানা জানাজা কুমিল্লা টাউন হল মাঠে শনিবার বিকাল ৪টায় অনুষ্ঠিত হয়েছে। জানাজায় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ হাজারো সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।গায়েবানা জানাজায় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর আমীর কাজী দ্বীন মোহাম্মাদ, এবি পার্টি কুমিল্লা জেলা আহ্বায়ক মিয়া মোহাম্মদ তৌফিক, মুক্তিযোদ্ধা দলের কুমিল্লা জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান, এনসিপি নেতা আবু রায়হান, সাবেক কাউন্সিলর অধ্যক্ষ মোশাররফ হোসেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা মহানগরীর সেক্রেটারি নাজমুল হাসান, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি মোঃ মনির হোসেন, ছাত্রদলের সাবেক মহানগর সভাপতি ফকরুল ইসলাম মিঠুসহ আরও অনেকে।
জানাজা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনকিলাব মঞ্চ কুমিল্লার আহ্বায়ক গোলাম মোহাম্মদ সামদানি। জানাজার নামাজে ইমামতি করেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ মসজিদের ইমাম মাওলানা মামুন মুনতাসীর। মুনাজাত পরিচালনা করেন জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর আমীর কাজী দ্বীন মোহাম্মাদ।মুনাজাতে কাজী দ্বীন মোহাম্মাদ আবেগঘন কণ্ঠে বলেন,“আমরা ভাষা হারিয়েছি,হাদীর শহিদের মাধ্যমে যে শুন্যতা সৃষ্টি হয়েছে, তার দায়দায়িত্ব বর্তমান সরকারকে নিতে হবে,
খুনিদের খুঝে বের করে দৃস্টান্ত মুলক শাস্তির আওতায় আনতে হবে,হে আল্লাহ। শহীদ হাদীকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। তার বলিষ্ঠ কণ্ঠ জাতির দিকনির্দেশনায় চিরস্মরণীয় হয়ে থাকবে। হে আল্লাহ, তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন, কবরকে জান্নাতের টুকরায় পরিণত করুন।”মুনাজাত শেষে মাঠজুড়ে মুহুর্মুহু স্লোগানে উত্তাল হয়ে ওঠে পরিবেশ। উপস্থিত জনতা “দড়ি লাগলে দড়ি নে, খুনিদের ফাঁসি দে”, “দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা”, “আমরা সবাই হাদী হবো”সহ নানা প্রতিবাদী স্লোগান দেন।
জানাজা শেষে শহীদ হাদীর হত্যার বিচার দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি টাউন হল মাঠ থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুবালি চত্বরে গিয়ে শেষএর আগে বিকাল ৩টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর কার্যালয়ে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর আমীর কাজী দ্বীন মোহাম্মাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগরীর সেক্রেটারি মাওলানা মাহবুবুর রহমান, সহকারী সেক্রেটারি মোঃ কামরুজ্জামান সোহেল, সহকারী সেক্রেটারি ও কুসিক ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর অধ্যক্ষ মোশাররফ হোসেন।এছাড়াও উপস্থিত ছিলেন অধ্যাপক জাকির হোসেন, বিশ্ববিদ্যালয় অঞ্চল পরিচালক মোহাম্মদ শাহাদাৎ হোসেন, সদর দক্ষিণ উপজেলা সেক্রেটারি মাওলানা ওমর ফারুকসহ মহানগর ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।দোয়া মাহফিলে বক্তারা শহীদ শরিফ ওসমান হাদীর আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তার শাহাদাতকে জাতির জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন। তারা মহান আল্লাহর দরবারে শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
দোয়া মাহফিল শেষে দেশ, জাতি ও ইসলামী আন্দোলনের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।