
স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা সিটি কর্পোরেশনের সম্মানিত প্রশাসক মহোদয় মোঃ শাহ আলম নগর স্বাস্থ্য কেন্দ্র–০৩ এর বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন।পরিদর্শনকালে তিনি স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসা সেবা, রোগী ব্যবস্থাপনা, ওষুধ সরবরাহ, পরিচ্ছন্নতা ব্যবস্থা ও সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলে সেবার মান আরও উন্নত করার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।প্রশাসক মহোদয় নগরবাসীর জন্য মানসম্মত ও সময়োপযোগী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বাস্থ্য কেন্দ্রগুলোর কার্যক্রম নিয়মিত মনিটরিংয়ের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, প্রাথমিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে নগর স্বাস্থ্য কেন্দ্রগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।