স্টাফ রিপোর্টার।।
গতকাল ১৭/১২/২০২৫ তারিখ রাতে কাশিনগরের দাতামা নামক এলাকায় অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি কাটার সময় হাতেনাতে একটি মাটি ভর্তি ড্রাম ট্রাক জব্দ করা হয়।
আজ ১৮/১২/২০২৫ তারিখ বিকালে তিন পাড়া, শুভপুর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে এক ব্যক্তিকে “বালু মহাল ও মাটি ব্যবস্থা আইন, ২০১০” এর ১৫ ধারায় ৫০,০০০/- (পঞ্চাশ হাজার টাকা) জরিমানা করা হয়।সহকারী কমিশনার (ভূমি), চৌদ্দগ্রাম কর্তৃক এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। এসময় মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন চৌদ্দগ্রাম থানার একটি টিম।