
শাহাদাত কামাল শাকিল।।
মামুন মজুমদার, কুমিল্লা (সদর দক্ষিণ) প্রতিনিধি: দীর্ঘ ৯ মাসব্যাপী রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের মধ্যে দিয়ে অর্জিত হয় চূড়ান্ত বিজয়। এটি বাঙালি জাতির জীবনের সবচেয়ে বড় অর্জন ও গৌরবের দিন। সারা দেশের ন্যায় কুমিল্লা সদর দক্ষিণে ও নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় উদযাপন করা হয়েছে মহান বিজয় দিবস।মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে এক সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।সভার পূর্বে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সদর দক্ষিণ উপজেলার মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বিজয় দিবসের কর্মসূচি পালনের সূচনা হয়। এ কর্মসূচির মধ্যে রয়েছে – উপজেলা মাঠে জাতীয় পতাকা উত্তোলন , বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন।মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২ ঘটিকায় সদর দক্ষিণ উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায়।অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের চেতনা, আত্মত্যাগ ও দেশপ্রেমের মহিমা তুলে ধরে বীর মুক্তিযোদ্ধা কাজী তাজুল ইসলাম বলেন- মুক্তিযুদ্ধের ইতিহাস সন্তানদের জানানো অত্যন্ত জরুরি কারণ এটি দেশের প্রতি ভালোবাসা, আত্মমর্যাদা এবং পরিচয়ের শেকড় মজবুত কর পাশাপাশি এটি আমাদের গৌরবোজ্জ্বল অধ্যায় যা তাদের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো ও আত্মত্যাগের চেতনা শেখায়।বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের অবদান জাতির ইতিহাসে চিরভাস্বর। তাঁদের ত্যাগের বিনিময়েই অর্জিত হয়েছে আমাদের প্রিয় স্বাধীনতা।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজীব তালুকদার,সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সিরাজুল মোস্তফা, ওসি( তদন্ত) আবদুর রাজ্জাক, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মেজবাহ উদ্দিন,কৃষি কর্মকর্তা জোনায়েদ কবির খান,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ তৈয়ব হোসেন,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এরশাদুল হক, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শামীম ইকবাল,মহিলা বিষয়ক কর্মকর্তা পারভীন আক্তার,পল্লী উন্নয়ন কর্মকর্তা জাহানারা বেগম,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সহ বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ