কুমিল্লার খবর অনলাইন নিউজ ডেস্ক।।
সাতক্ষীরা দলিল লেখক সমিতির সাংগঠনিক সম্পাদক মুহিদুলের হুমকির ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন সম্পাদক জীবন নাসের। পেশাগত দায়িত্ব পালন ও অনুসন্ধানী সংবাদ প্রকাশের প্রেক্ষিতে এ হুমকির ঘটনা ঘটে বলে জিডিতে উল্লেখ করা হয়েছে। সদর থানায় দায়ের করা জিডিতে বলা হয়, একটি অনুসন্ধানী সংবাদ সংক্রান্ত তথ্য সংগ্রহ ও প্রকাশের কারণে সংশ্লিষ্ট দলিল লেখক সরাসরি হুমকি প্রদান করেন। সংবাদ প্রকাশ করা হলে “দেখে নেওয়ার” ভয় দেখানো হয়, যা কর্মরত সাংবাদিকরা বলেন সংবাদকর্মীর স্বাধীন ও নিরপেক্ষ দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করে।জিডিতে সম্পাদক জীবন নাস উল্লেখ করে বলেন, হুমকির ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে তিনি উদ্বিগ্ন। তিনি বিষয়টি আমলে নিয়ে হুমকিদাতার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করার আবেদন জানান।থানা সূত্র জানায়, জিডিটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি নিয়ম অনুযায়ী যাচাই করা হচ্ছে।সাংবাদিক সমাজের একটি অংশ বলছে, সংবাদ প্রকাশে বাধা দেওয়ার উদ্দেশ্যে এ ধরনের হুমকি স্বাধীন সাংবাদিকতার জন্য মারাত্মক উদ্বেগজনক। তারা দ্রুত হুমকিদাতাকে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।