স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা-৬ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরীর পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ।সোমবার বিকেল সাড়ে ৪টায় কুমিল্লার রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান এর নিকট থেকে আনুষ্ঠানিকভাবে এ মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।এ সময় জেলা ও মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ জানান, কুমিল্লা-৬ আসনে জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।