
৬০ বিজিবি,কর্তৃক সীমান্ত এলাকায় অভিযান ও নজরদারী
স্টাফ রিপোর্টার।।
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) কর্তৃক ব্রাহ্মণবাড়িয়া এবং কুমিল্লা জেলার দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় টহল কার্যক্রম, তল্লাশী অভিযান ও নজরদারী বৃদ্ধি করেছে।বিজিবি জানায়, সম্প্রতি ঢাকায় ঘটে যাওয়া নাশকতা কার্যকলাপে জড়িত কোন সন্ত্রাসী যাতে সীমান্ত অতিক্রম করতে না পারে, সে ব্যাপারে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) কর্তৃক সীমান্ত এলাকায় যেকোন অপরিচিত লোকসমাগম এবং যানবাহন সমূহ তল্লাশীর মাধ্যমে অপরধীদের সনাক্ত করার কার্যক্রম চালাচ্ছে।ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জিয়াউর রহমান, পিবিজিএম, বিজিবিএমএস, এএসসি বলেন, সীমান্ত রক্ষার পাশাপাশি দেশের নিরাপত্তার স্বার্থে সন্ত্রাসীদের অবৈধভাবে সীমান্ত পারাপার রোধকল্পে বিজিবি সর্বদা বদ্ধপরিকর। এ ব্যাপারে বিজিবি অভিযান অব্যহত থাকবে।