নিজস্ব প্রতিবেদক।।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা এবং কুমিল্লাকে নিয়ে হাজী ইয়াছিনের স্বপ্ন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্বলিত লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে কুমিল্লা আদর্শ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নে।লিফলেট বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হাজী আমিন উর রশিদ ইয়াছিন।কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম, সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের আহ্বায়ক হাজী আনোয়ারুল হক, আদর্শ সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, আদর্শ সদর উপজেলা যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব কামরুজ্জামান শামীমসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।এ সময় বক্তারা বলেন, রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশে গণতন্ত্র, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠা সম্ভব হবে। পাশাপাশি কুমিল্লার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে হাজী ইয়াছিনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।