নিজস্ব প্রতিবেদক।।
রাজশাহী বিভাগের তানোরে উপজেলার পরিত্যক্ত একটি গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া ০২ বছরের শিশু সাজিদকে উদ্ধার করতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস। শিশুটিকে নেওয়া হয়েছে স্বাস্থ্যা কমপ্লেক্সে। বর্তমানে শিশুটির স্বাস্থ্য পরীক্ষা নিরিক্ষা চলছে। শিশুটি জীবিত আছে বলে জানা যায়।বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) প্রায় রাত ০৮.৫০ ঘটিকার সময়ে শিশুটিকে উদ্ধার করা হয়।এর আগে বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে গভীর নলকূপের ওই পাইপে পড়ে যায় শিশুটি।পরক্ষণে তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (U N O) নাঈমা খান শিশুটিকে জীবিত উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।ফায়ার সার্ভিস প্রথম পর্যায়ে চার্জ ভিশন ক্যামেরা দিয়ে প্রায় ৩৫ ফুট পর্যন্ত অনুসন্ধান চালায়। তবে শিশুর অবস্থান শনাক্ত করতে ব্যর্থ হয়। পাশেই এস্কেভেটর দিয়ে রাতভর প্রায় ৩৫ ফুট গভীর বড় একটি গর্ত খনন করা হয়। সকালে সেই গর্ত থেকে নলকূপের দিকে সুড়ঙ্গ খোঁড়ার চেষ্টা করা হলেও সেখানেও শিশুর অবস্থান শনাক্ত করা যায়নি। এরপর আবারও পরিত্যক্ত নলকূপে ক্যামেরা নামানো হলে সেখানে গভীরের মাটি ছাড়া আর কিছু দেখা যায়নি। এরপর পুনরায় আবারও খননের সিদ্ধান্ত গ্রহন করে ফায়ার সার্ভিসের কর্মীরা।
স্থানীয় বাসিন্দাগন জানায়,প্রায় বছর খানেক আগেই জমিতে সেচ দেওয়ার জন্য ওই নলকূপ খোঁড়া হয়েছিল। পানি না ওঠায় মালিক সেটি মাটি দিয়ে ঢেকে দেয়া হয়।এর মধ্যে বৃষ্টির কারণে মাটি ধসে পড়ে নলকূপের মুখ আবারও উন্মুক্ত হয়ে যায়। সেই গর্তেই দুর্ঘটনাবশত পড়ে যায় শিশু সাজিদ।
শিশুটির মা রুনা খাতুন জানান, বুধবার দুপুর ১টার দিকে তার মেজো ছেলে সাজিদের হাত ধরে তিনি বাড়ির পাশের মাঠে যাচ্ছিলেন। এসময় তার ছোট একটি সন্তান কোলে ছিল। হাঁটার সময় হঠাৎ সাজিদ ‘মা’ বলে ডেকে ওঠে। পেছন ফিরে তাকিয়ে দেখে, ছেলে নাই, গর্তের ভেতর পরে - মা, মা’ বলে ডাকছিলো।গর্তটির ওপরে খড় বিছানো ছিল। যে গর্তটি ছিলো সেটা বুঝতে পারেননি তিনি বা শিশু সাজিদ। ওই জায়গায় পা দেওয়ার সঙ্গে সঙ্গে শিশুটি গর্তের ভেতর পড়ে যায়। শিশুটিক্র বাচানোর লোকজন ডাকাডাকি করতে করতেই গর্তের অতলে চলে যায়।