আরমান আহমেদ,বিশেষ প্রতিনিধি (কুমিল্লা)।।
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে দলের নেতা-কর্মীরা জাতীয়তাবাদী কৃষকদলের নীতিমালা, সংগঠনের অগ্রগতি এবং কৃষকদের অধিকার আদায়ে ভবিষ্যৎ করণীয় বিষয়ে আলোচনা করেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য এবং বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হাজী আমিন উর রশিদ ইয়াছিন। তিনি বলেন, কৃষকদল দেশের কৃষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। তিনি নেতাকর্মীদের আরও ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা মহানগর কৃষকদলের আহ্বায়ক কাজী শাহিনুর হোসাইন। তিনি বলেন, কৃষকদের অধিকার প্রতিষ্ঠায় কৃষকদলের ভূমিকা সবসময়ই অগ্রগণ্য।সঞ্চালনা করেন কুমিল্লা মহানগর কৃষকদলের সদস্য সচিব ইকরাম হোসেন তাজ।অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া-এর দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। এতে কৃষকদলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।