নিজস্ব সংবাদদাতা।।
এখন ঘরে বসে থাকার সময় নয়। প্রত্যেকে ঘরে ঘরে মা-বোনদের কাছে ধানের শীষের সালাম পৌঁছে দিতে হবে। আপনারা দোকানে বসে থাকলে চলবে না। আগামী নির্বাচন আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হবে। আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ না করলেও নির্বাচন এত সহজ হবে না। তাই আপনারা টিম করে প্রত্যেক ভোটাদের কাছে ধানের শীষের সালাম পৌঁছাতে হবে। বিএনপিকে নিয়ে অনেক ষড়যন্ত্র করা হচ্ছে। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। শনিবার(৬ ডিসেম্বর) বিকেলে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়ন বিএনপির যৌথ কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত ধানের শীষের প্রতিকের প্রার্থী হাজী জসিম উদ্দিন এই কথাগুলো বলেন। তিনি আরো বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে বিজয়ী করে সরকার গঠন করতে হবে। তাহলেই দেশে উন্নয়ন হবে। এতে শশীদল ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মোরশেদ আলম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আবু সুফিয়ান মিন্টু এর পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহজাহান সাজু, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি নজরুল ইসলাম বাবুল, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা আকবর, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক গোলাম কিবরিয়া অপু, শশীদল ইউনিয়ন যুবদলের আহবায়ক মোঃ মাহবুব আলম, সদস্য সচিব সৌরভ সাগর ইউনুছ, শশীদল ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি ইসমাইল হোসেন বাবু, ছাত্রদলের যুগ্ম আহবায়ক শামীম সাব্বিরসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্য্যায়ের নের্তৃবৃন্দরা। সভায় আগামী সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী হাজী জসিম উদ্দিনকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানানো হয়।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ সাইফুল ইসলাম ফয়সাল
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত