1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা-৬ আসনে বিএনপি প্রার্থীর পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন স্বাধীনতার সুফল পৌঁছে দিতে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে: রাষ্ট্রপতি কুমিল্লায় ভোক্তা অধিদপ্তরের অভিযান,জরিমানা-৫০,০০০ টাকা কুমিল্লা-৯ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসী ড্রোন হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষী হতাহত ফাইনাল সিলেকশনেই স্পষ্ট হবে প্রার্থী—নগরীতে গণসংযোগকালে হাজী ইয়াছিন কুমিল্লা চৌদ্দগ্রামে শ্রীপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে কামরুল হুদার পক্ষে নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত কুমিল্লায় নির্বাচনী আচরণবিধি বাস্তবায়নে ব্যানার–ফেস্টুন অপসারণে জেলা প্রশাসনের অভিযান দৈনিক আমার দেশ কুমিল্লা প্রতিনিধি এম হাসানের পিতার ইন্তেকাল! কুমিল্লা সিডি প্যাথ এন্ড হসপিটাল প্রা.লি:- এর ব্যবস্থাপনা পরিচালক ও শিশু রোগ বিশেষজ্ঞ ডা. এ এস এম মোস্তাক আহমেদ আমাদের মাঝে আর নেই!

কুমিল্লা–৬ আসনে জামায়াত প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদের গণসংযোগ ও নির্বাচনি জনসভা

  • প্রকাশিত: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ৪৩ বার পড়া হয়েছে

কুমিল্লা–৬ আসনে জামায়াত প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদের গণসংযোগ ও নির্বাচনি জনসভা

তৌহিদ হোসেন সরকার।।

কুমিল্লা–৬ (আদর্শ সদর ও সদর দক্ষিণ সেনানিবাস এলাকা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরীর আমীর কাজী দ্বীন মোহাম্মদ ৫ ডিসেম্বর শুক্রবার দিনব্যাপী গণসংযোগ, নির্বাচনি জনসভা এবং বিভিন্ন সামাজিক–রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেন।দিনের শুরুতে রাচিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আব্দুল কাদের। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কাজী দ্বীন মোহাম্মদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগরীর নায়েবে আমীর অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন, মহানগরীর সেক্রেটারি মাওলানা মাহবুবুর রহমান, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মোশাররফ হোসেন, শিবির মহানগরীর সেক্রেটারি নাজমুল হাসান পঞ্চায়েত, যুব বিভাগের সভাপতি কাজী নজির আহমেদ, শ্রমিক কল্যাণ ফেডারেশন মহানগরীর সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম, কর্মপরিষদ সদস্য অধ্যাপক মফিজুল ইসলাম পাটোয়ারী এবং আমরাতলি ইউনিয়ন আমীর ডা. সিরাজুল ইসলাম।অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন প্রচার সম্পাদক নুরুল ইসলাম কাকন সরকার।এ ছাড়া বিভিন্ন ওয়ার্ডের সভাপতি–সেক্রেটারি এবং স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।প্রধান অতিথির বক্তব্যে কাজী দ্বীন মোহাম্মদ বলেন,“মানুষের সুখ–শান্তি প্রতিষ্ঠা করতে হলে লুটপাট ও দুর্নীতির অবসান জরুরি। যারা সম্পদ লুট করেছে, তারা জনগণের সেবা করতে পারে না। পরিবর্তন চাইলে দাঁড়িপাল্লায় ভোট দিন।”গোমতী নদীর উত্তর পাশে উন্নয়ন কম হওয়ায় এলাকাটি অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়নের আশ্বাস দিয়ে তিনি বলেন,“চানপুর ব্রিজসহ পুরো অঞ্চলের যোগাযোগব্যবস্থা আধুনিকায়ন করা হবে।”তিনি আরও বলেন,“টাকা দিয়ে মানুষের ইমান কেনা যায় না। দাঁড়িপাল্লার প্রতি মানুষের ভালোবাসা আল্লাহর মেহেরবানিতে অটুট থাকবে।”স্থানীয় নেতারা বলেন, গত এক বছরে জামায়াতের কোন কর্মী “ক্ষমতার বাহাদুরি” দেখাননি; বরং এলাকার উন্নয়ন ও মানুষের সমস্যার সমাধানকে অগ্রাধিকার দিয়েছেন।বক্তারা আরও বলেন, দলীয় নেতাকর্মীদের ওপর হামলা–হত্যা করে জনগণের সেবা করা যায় না।অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন শিল্পী ইলিয়াস আহমেদ এবং দোয়া পরিচালনা করেন মাওলানা আবু হানিফ,জুমার নামাজ শেষে কাজী দ্বীন মোহাম্মদ রেইসকোর্স নুর মসজিদে একটি জানাজায় অংশ নেন। পরে বেলা ২টায় কুমিল্লা কৃষি কলেজের প্রতিষ্ঠাতা এবং সুশাসনের জন্য নাগরিক—সুজন কুমিল্লা মহানগরীর সভাপতি মো. আনিছুর রহমান আখন্দের জানাজায় কান্দিরপাড় টাউন হল মাঠে অংশগ্রহণ করেন।এ ছাড়া তিনি নজরুল ইনস্টিটিউটে দৈনিক প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন।বিকেল ৪টায় আমরাতলি ইউনিয়নের জামবাড়ি খেলার মাঠে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আয়োজিত “সুস্থ দেহ–সুন্দর মন, দ্বীন কায়েমের আন্দোলন” স্লোগানে অনুষ্ঠিত ‘৩৬ জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন।দিন শেষে সন্ধ্যা সাড়ে ৬টায় তিনি সদর দক্ষিণ উপজেলার রতনপুর এলাকায় নির্বাচনি জনসভায় বক্তব্য দেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট