স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা নগরীর ছোটরা পারিবারিক কবরস্থানে মরহুম শাহ আলেম–এর কবর দেওয়া নিয়ে স্থানীয়ভাবে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। বিষয়টি পরিষ্কার করতে কবরস্থান কমিটির সভাপতি জসিম উদ্দিন গণমাধ্যমকে জানান, ছোটরা এলাকার পারিবারিক কবরস্থানে স্থানীয় বাসিন্দা ছাড়া অন্য কাউকে কবর দেওয়ার নিয়ম নেই।তিনি বলেন, “কবরস্থানের নিয়ম অনুযায়ী স্থানীয় পরিবার ব্যতীত অন্য কাউকে এখানে দাফন দেওয়া যায় না।”এদিকে, জসিম উদ্দিন আরও জানান, সামাজিক যোগাযোগ মাধ্যে লাইভে এসে আলম ভন্ডারী যে বক্তব্য দিয়েছোন তিনিও এই কমিটির সহ-সভাপতি। সভাপতির দাবি—সহ-সভাপতি হিসেবেই আলম ভন্ডারী এ বক্তব্য দিতে পারেন না।দাফন প্রক্রিয়া নিয়ে তৈরি হওয়া এ বিভ্রান্তি দূর করতে কমিটির পক্ষ থেকে নিয়ম–নীতির বিষয়টি পরিষ্কার করে জানানো হয়েছে।জমিস উদ্দিন।সভাপতি,ছোটরা পারিবারিক কবরস্থান কমিটি।