1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বুড়িচংয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ছিল জাতিকে পঙ্গু করার সুপরিকল্পিত ষড়যন্ত্র – হাজী ইয়াছিন যথাযোগ্য মর্যাদায় দেবীদ্বারে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস ধারণ করে শোষণ- বৈষম্যহীন রাষ্ট্র গঠনে দায়িত্ব নিতে হবে তরী বাংলাদেশের আয়োজনে ‘মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের নদ-নদী’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত। চালু হচ্ছে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ সুদানের জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সন্ত্রাসীগোষ্ঠীর বর্বর হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর নারীসদস্যসহ ০৬ জনের মৃত্যু; ০৮ জন আহত!….শোকবার্তা প্রকাশ করেন তারেক রহমান। কুমিল্লা চৌদ্দগ্রামে জামায়াতে যোগ দিলেন ওয়ার্ড বিএনপির সেক্রেটারীসহ একাধিক নেতাকর্মী! শহীদ বুদ্ধিজীবী দিবস আজ ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে তল্লাশী অভিযান ও নজরদারী বৃদ্ধি করেছে ৬০ বিজিবি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১দফা দাবি তে লিফলেট ও কুমিল্লা ০৬ আসনের নির্বাচনী গণসংযোগ মিছিল। 

কুমিল্লা সিটি কর্পোরেশনে জাল সনদ কেলেঙ্কারি: নিম্নমান সহকারী সেজে সাত বছর ধরে প্রকৌশলীর দায়িত্ব

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৬১ বার পড়া হয়েছে

কুমিল্লা সিটি কর্পোরেশনে জাল সনদ কেলেঙ্কারি: নিম্নমান সহকারী সেজে সাত বছর ধরে প্রকৌশলীর দায়িত্ব

নিজস্ব প্রতিবেদক।।

কুমিল্লা: কুমিল্লা সিটি কর্পোরেশনে (কুসিক) নিম্নমান সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে যোগদান করে জাল সনদে উপ-সহকারী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করছেন মো. আবদুল হান্নান নামে এক কর্মচারী। ২০১৮ সাল থেকে তিনি টেকনিক্যাল ১০ম গ্রেডের পদে কাজ করছেন, যদিও তিনি নন-টেকনিক্যাল ১৪তম গ্রেডের সরকারি কর্মচারী। নিচু পদে যোগদান করা এক কর্মচারীর উচ্চপদে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালনের বিষয়টি আলোচনার ঝড় তুলেছে।কুসিক সূত্র জানায়, ২০০৫ সালে কুমিল্লা সদর দক্ষিণ পৌরসভায় উচ্চমাধ্যমিক সনদ দিয়ে নিম্নমান সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে যোগদান করেন আবদুল হান্নান। ২০১৮ সাল থেকে তিনি উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) হিসেবে দায়িত্ব পালন করা শুরু করেন। প্রতিষ্ঠানটির ওই পদ টেকনিক্যাল ও সুনির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতাসাপেক্ষ হওয়ায় প্রশ্ন উঠেছে তার নিয়োগ, যোগ্যতা ও সনদের বৈধতা নিয়ে।অভিযোগ উঠেছে, তিনি ‘দি ইউনিভার্সিটি অব কুমিল্লা’ নামের বহু আগেই বন্ধ হওয়া একটি প্রতিষ্ঠানের মাধ্যমে আড়াই লাখ টাকার বিনিময়ে সনদ সংগ্রহ করেছেন। শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসির তথ্যে জানা যায়, বিশ্ববিদ্যালয়টি ২০০৬ সালে সরকারের নির্দেশে বন্ধ হয়ে যায় এবং এখনো শিক্ষা কার্যক্রমের অনুমোদনবিহীন। বৈধ ঠিকানায় কোনো ক্যাম্পাস নেই, বরং উত্তরা ও নারায়ণগঞ্জে অবৈধ ক্যাম্পাস চালিয়েই ভুয়া ভর্তি, ক্লাস ও সনদ সরবরাহ করা হচ্ছে।অভিযোগ সম্পর্কে মো. আবদুল হান্নান সাংবাদিককে জানান,“২০১৬ সালে আমি চলতি দায়িত্বে উপ-সহকারী প্রকৌশলী হই। শুক্রবারে ক্লাস হতো। সবসময় যেতে পারতাম না। তবে পড়ালেখা করেই সনদ পেয়েছি। প্রয়োজন হলে সনদ দেখাতে পারবো।”সাক্ষাতের অনুরোধ জানিয়ে তিনি আরও দাবি করেন,“প্রশাসক স্যার যদি আমাকে নিম্নমান সহকারী পদে ফেরত দেন, আমি আগের পদে কাজ করতে রাজি। আমার মতো আরও চারজন এখানে কাজ করছেন।”তবে তাঁর এই বক্তব্যে আরও প্রশ্ন তৈরি হয়েছে—অবৈধ বিশ্ববিদ্যালয় থেকে ‘পড়ালেখা করে’ কীভাবে প্রকৌশল সনদ পাওয়া গেল এবং শিক্ষা কার্যক্রম বন্ধ থাকা অবস্থায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কীভাবে সনদ প্রদান করল?এ বিষয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শাহ আলম বলেন,“এক-দুজনের জাল সনদ থাকার কথা শুনেছি। সংখ্যাটা চারজন কিনা নিশ্চিত নই। কেউ আনুষ্ঠানিক অভিযোগ করেনি। তবে নাম পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসির তথ্য অনুযায়ী, ‘দি ইউনিভার্সিটি অব কুমিল্লা’ ১৯৯৫ সালে অনুমোদন পেলেও প্রশাসনিক অব্যবস্থাপনা, আইন লঙ্ঘন, আর্থিক বিশৃঙ্খলা এবং শিক্ষার মান নিম্নমান হওয়ায় ২০০৬ সালে প্রতিষ্ঠানটি বন্ধ করে দেয় সরকার। এখনো প্রতিষ্ঠানটির একাডেমিক কার্যক্রম চালাতে অনুমোদন নেই।তবুও সেই প্রতিষ্ঠান থেকে দেওয়া সনদে কুমিল্লা সিটি কর্পোরেশনের সরকারি পদে প্রকৌশলীর দায়িত্ব—সরকারি চাকরিতে নিয়োগ জালিয়াতি, দুর্নীতি ও প্রশাসনিক অবহেলার স্পষ্ট প্রমাণ বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।জনগণের করের টাকায় পরিচালিত স্থানীয় সরকার প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে এমন অনিয়মের ঘটনার যথাযথ তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট