
দেবীদ্বার প্রতিনিধি,কুমিল্লা।।
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষের গাফিলতি ও অনিয়মই এই বড় রকমের প্রাণহানির জন্য দায়ী এমন অভিযোগে ৩৫ নিহত শিক্ষার্থীর পরিবার তাদের ন্যায্য দাবি আদায়ে বিএনপির সহযোগিতা চেয়েছেন।সোমবার (১লা ডিসেম্বর) বিএনপির যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানির সাথে দেখা করে পরিবারগুলো তাদের কষ্ট, বেদনা এবং বহুদিনের দাবি তাঁর সামনে তুলে ধরেন।সূত্রে জানাযায়, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ৩৫ নিহত শিক্ষার্থীর পরিবারগুলো তাদের ন্যায্য দাবি আদায়ের ব্যর্থতার কষ্ট ও অনুভূতি প্রকাশ করতে বিএনপির যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি সাহেবের সাথে দেখা করেন। নিহতে পরিবার গুলো বিএনপি নেতাকে জানান তারা বিভিন্ন জায়গায় যোগাযোগ করেও কোনো সমাধান না পেয়ে বাধ্য হয়ে বিএনপির সহযোগিতা চাচ্ছেন। নিহত শিক্ষার্থী পরিবারের সদস্যরা তাদের কষ্ট, বেদনা এবং বহুদিনের দাবি তাঁর সামনে তুলে ধরেন।নিহত পরিবারের কষ্টের কথা মনোযোগ দিয়ে তাদের কথা শোনেন বিএনপির যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি। আশ্বস্ত করেন যে তিনি নিহতদের পরিবারের পাশে দাঁড়িয়ে সরকারের কাছে তাদের ন্যায্য দাবি পূরণের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন। তিনি অভিভাবকদের সমবেদনা জানান এবং বলেন এই দাবি আদায়ের লড়াইয়ে তারা একা নন।এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার রিজভিউল আহসান মুন্সী। নিহতদের পরিবারের পক্ষ থেকে ছিলেন রফিকুল ইসলাম, অষ্টম শ্রেনীর শিক্ষার্থী তাসনিয়া হকের বাবা নাজমুল হক, সপ্তম শ্রেণীতে শিক্ষার্থী মাহতাব রহমান ভূইয়ার বাবামিনহাজ রহমান ভূইয়া, অষ্টম শ্রেণির শিক্ষার্থী তানভীর আহম্মেদের বাবা রুবেল মিয়া, তৃতীয় শ্রেনীর শিক্ষার্থী সামিয়া আক্তারের বাবা শাহ আলমসহ আরও কয়েকজন অভিভাবক।