1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
দেবীদ্বারে জমিসংক্রান্ত বিরোধে হামলা ভাংচুর লুটপাট; থানায় মামলা - কুমিল্লার খবর
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
ইনার হুইল ক্লাব অব কুমিল্লার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সিএমপির বন্দর থানার চাঞ্চল্যকর পাঠাও চালক হত্যাকাণ্ডে জড়িত ০১(এক) আসামী গ্রেফতার ও হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার। সিএমপির কোতোয়ালী থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ও সিআর ওয়ারেন্টভুক্ত ০১ (এক) আসামি গ্রেফতার। বুড়িচংয়ে নেশার টাকা না পেয়ে স্ত্রী হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার আপিল খারিজ, মনিরুল হক চৌধুরীর মনোনয়ন বৈধতা বহাল রেখেছে কমিশন। দিনব্যাপী গণসংযোগ, উঠান বৈঠক ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন কাজী দ্বীন মোহাম্মাদ কুমিল্লায় তারেক রহমানের আগমন উপলক্ষে টাউন হল মাঠ পরিদর্শন কুমিল্লা সিটি কর্পোরেশনে প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদারে ৬টি নতুন স্যাটেলাইট টিম চালু কুমিল্লা আদর্শ সদর উপজেলায় অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত কুমিল্লার সিনিয়র জেলা ও দায়রা জজের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

দেবীদ্বারে জমিসংক্রান্ত বিরোধে হামলা ভাংচুর লুটপাট; থানায় মামলা

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

দেবীদ্বারে জমিসংক্রান্ত বিরোধে হামলা ভাংচুর লুটপাট; থানায় মামলা

বিশেষ প্রতিনিধি।।

দেবীদ্বার উপজেলার মুগসাইর গ্রামে এক প্রবাসীর বাড়িতে গভীর রাতে হামলা চালিয়ে চার নারীকে গুরুতর আহত করেছে একদল দুর্বৃত্ত। শুধু তাই নয়, বাড়িতে কোনো পুরুষ সদস্য না থাকায় সুযোগ নিয়ে হাঁটা-চলার একমাত্র রাস্তায় জোরপূর্বক ঘর নির্মাণের চেষ্টা করে তারা। প্রতিবাদ করায় নারীদের ওপর নেমে আসে নির্মম নির্যাতন।ভুক্তভোগী পরিবার জানায়, ১৬ নভেম্বর রাত ২টার দিকে মুগসাইর গ্রামের জয়নাল বাবুর্চীর বাড়িতে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায় প্রতিবেশী সুলতান আহম্মেদ, রফিক, শাহ পরান, সাঈদুর রহমান, সাবিনা আক্তার, রমুজা আক্তার, নাছরিন আক্তার, পপি আক্তার, সামাদ মিয়া, সাম মিয়া, সাগর, সুমন, হারুন মিয়া, আক্তার মিয়া, বাবু, রুবেল, পারভীন আক্তার, আক্কাস, সেলিম, মোরশেদ, মিনুয়ারা বেগমসহ অজ্ঞাতনামা আরও ১৫-২০ জন।তারা আমির হোসেনের স্ত্রী সালমা আক্তার, বাহার মিয়ার স্ত্রী পপি আক্তার, জয়নালের স্ত্রী আকলিমা আক্তার ও শাহপরানের স্ত্রী সাহিদা আক্তারকে বেধড়ক মারধর করে। হামলাকারীরা নারীদের শ্লীলতাহানি করে, স্বর্ণালংকার লুটে নেয় এবং ঘরবাড়ি ভাংচুর করে ব্যাপক ক্ষয়ক্ষতি করে। আহতরা বর্তমানে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।ছালমা আক্তার জানান, “আমার শ্বশুরের মা আছমতের নেছা প্রায় ৫০ বছর পূর্বে সাফ কবলা দলিল মূলে জমিটি ক্রয় করেন। সেই জমিতে আমরা বসবাস করছি। কিন্তু সুলতান আহমেদ প্রভাব খাটিয়ে আমাদের হাঁটার রাস্তা বন্ধ করে জোরপূর্বক ঘর তুলতে চায়। প্রতিবাদ করায় আমাদের ওপর এই বর্বরোচিত হামলা চালানো হয়।”তিনি আরও বলেন, “আমরা প্রবাসীর পরিবার। পুরুষ সদস্যরা বাইরে থাকায় আমাদের দুর্বলতা কাজে লাগিয়ে বারবার হামলা চালানো হচ্ছে। মামলা করেছি, কিন্তু এখন উল্টো আমাদেরই হুমকি দেওয়া হচ্ছে। একদিকে চলাচলের রাস্তা বন্ধ, অন্যদিকে হামলা ও মিথ্যা মামলার ভয়। আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।”হামলার ঘটনায় ছালমা আক্তার বাদী হয়ে দেবীদ্বার থানায় ২০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫-২০ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন (মামলা নং ০৭/২৫, তারিখ: ১৭/১২/২০২৫)। পরে ১৯ ডিসেম্বর কুমিল্লার সি.আর.পি.সি ১নং আদালতে আরেকটি মামলা দায়ের করেন (মামলা নং পি আর- ৭৭৯/২৫)।অভিযুক্ত সুলতান আহমেদের ছেলে রফিকুল ইসলাম বলেন, “ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। জায়গাটির প্রকৃত মালিক আমরা। আমরা চাই সঠিক তদন্ত হোক।”মামলার তদন্ত কর্মকর্তা আবু তাহের ভূঁইয়া বলেন, “হামলা ও ভাংচুরের ঘটনায় মামলা হয়েছে। আসামিরা পলাতক রয়েছে, তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।”দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইয়াছিন বলেন, “বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর