বুড়িচং প্রতিনিধি,কুমিল্লা।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের আশাবাড়ী মধ্যপাড়া ফোরকানিয়া মাদরাসা ও মসজিদের বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল শুক্রবার (৭নভেম্বর) মাদরাসা মসজিদ সংলগ্ন মাঠে মাদরাসা পরিচালনা পর্ষদ, যুব সমাজ ও এলাকাবাসীর আয়োজনে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান আলোচক হিসেবে আলোচনা পেশ করেন হযরত মাওলানা মুফতি ইব্রাহিম আরমান, বিশেষ আলোচক হিসেবে আলোচনা পেশ করেন বুড়িচং আবিদপুর কলেজের অধ্যাপক, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এর কেন্দ্রীয় কমিটির সদস্য ও কুমিল্লা মহানগরীর সভাপতি আলহাজ্ব অধ্যাপক মাওলানা মোহাম্মদ ইসলাম,তিনি তার আলোচনায় কুরআন হাদিসের আলোকে নামাজ ভিত্তিক সমাজ বিনির্মানের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করেন,আরো আলোচনা পেশ করেন যথাক্রমে ধানমন্ডি রেসকোর্স মাদানী জামে মসজিদের খতিব মাওলানা মুফতি মুহাম্মদ উল্লাহ,আশাবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হযরত মাওলানা মুফতি বোরহান উদ্দিন,আশাবাড়ী উত্তরপাড়া জামে মসজিদের খতিব মাওলানা মুফতি শাহিদুল ইসলাম, মাওলানা রুম্মান বিন হোসাইন, এইচ এম গোলাম কিবরিয়া রাকিব, মাওলানা নজরুল ইসলাম বাহারী।এসময় উপস্থিত ছিলেন অত্র মাদরাসার প্রতিষ্ঠাতা প্রখ্যাত আলেমেদ্বীন মাওলানা আবদুল হাকিম (রহ:)এর সু-যোগ্য জামাতা প্রবীণ আলেম উত্তরপাড়া জামে মসজিদের আজীবন খতিব বাগড়া দারুল উলূম কামিল মাদরাসার প্রাক্তন শিক্ষক অত্র মসজিদের সহ-সভাপতি হযরত মাওলানা আবদুল কাইয়ূম, অত্র মসজিদের ইমাম কাজী নাজমুল হাসান মানিক, হাফেজ মাওলানা জহিরুল ইসলাম, মাওলানা কামরুজ্জামান,পরিচালনা পর্ষদের মো:শরিফুল ইসলাম, মো:আমিনুল ইসলাম, এমদাদুল হক ছবির,কোষাধ্যক্ষ অপুসহ আগত ধর্মপ্রাণ মুসল্লী সাধারণ। দেশ-জাতি দলমত নির্বিশেষে মুসলিম মিল্লাতের জন্য দোয়া মোনাজাতের মাধ্যমে সমাপ্তি হয়।