
নিজস্ব প্রতিবেদক।।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কুমিল্লা মহানগর শাখার উদ্যোগে আয়োজিত এক রোজা ও গণইফতার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে কুমিল্লা টাউন হল মাঠে।
এ উপলক্ষে দেশ ও জাতির কল্যাণ কামনার পাশাপাশি বিশেষভাবে দোয়া করা হয়— বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য,ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য,এবংচেয়ারপার্সনের উপদেষ্টা ও কুমিল্লা-৬ আসনের সম্ভাব্য প্রার্থী জননেতা হাজী আমিন-উর রশিদ ইয়াছিনের মঙ্গল কামনায়।অনুষ্ঠানে বিএনপির নেতাকর্মীরা বলেন,“বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জিন্দাবাদ।”কুমিল্লা-৬ আসন (আদর্শ সদর, সিটি কর্পোরেশন, কুমিল্লা সেনানিবাস ও সদর দক্ষিণ) থেকে আগত বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সাধারণ জনগণের অংশগ্রহণে অনুষ্ঠানটি মিলনমেলায় পরিণত হয়।ইফতারের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা ও মোনাজাত পরিচালনা করা হয় দেশ ও দলের ঐক্য, সমৃদ্ধি এবং নেতৃত্বের সুস্বাস্থ্য কামনায়।