
স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা-৬ (সদর) আসনে হাজী আমিন উর রশীদ ইয়াসিনকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়ার আশায় মহান আল্লাহর সন্তুষ্টি ও রহমত প্রার্থনায় রোজা পালনের ঘোষণা দিয়েছেন কুমিল্লার নারী নেতৃবৃন্দ।তাঁরা জানান, এলাকার উন্নয়ন, শান্তি ও অগ্রগতির ধারাবাহিকতা রক্ষায় জননেতা হাজী আমিন উর রশীদ ইয়াসিনই জনগণের আশা-ভরসার প্রতীক। তাঁর হাতেই তারা দেখতে চান কুমিল্লার উন্নয়নের আলোকবর্তিকা জ্বলে উঠুক নতুন উদ্যমে।এই মানবিক আবেদন ও আত্মিক সংহতির অংশ হিসেবে আগামীকাল বৃহস্পতিবার সারাদিন রোজা পালন এবং সন্ধ্যায় কুমিল্লা টাউন হল ময়দানে গণ-ইফতার ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
নারী নেত্রীরা জানান,
“আমরা রাজনীতিকে ভালোবাসি মানুষের কল্যাণের জন্য।
হাজী ইয়াসিন ভাইয়ের নেতৃত্বেই কুমিল্লায় শান্তি ও উন্নয়নের পথ সুদৃঢ় হবে — এই বিশ্বাসেই আমরা আল্লাহর কাছে প্রার্থনা করছি।”এই আয়োজন কুমিল্লা জুড়ে ইতিমধ্যেই এক আত্মিক ও মানবিক অনুপ্রেরণার আবহ সৃষ্টি করেছে।