কুমিল্লার সংবাদ।।
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) কর্তৃক প্রায় ০১ কোটি ০৫ লক্ষ টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য জব্দ,,০৩ নভেম্বর ২০২৫ তারিখে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) কর্তৃক ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা এবং কুমিল্লা জেলার আদর্শ সদর ও ব্রাক্ষণপাড়া উপজেলার সীমান্তবর্তী এলাকা হতে অভিযান পরিচালনা করা হয়।উক্ত অভিযানে প্রায় ০১ কোটি ০৫ লক্ষ টাকা মূল্যের ভারতীয় মোবাইলের ডিসপ্লে এবং খাদ্য সামগ্রী জব্দ করা হয়।উল্লেখ্য যে,জব্দকৃত মালামালের মধ্যে প্রায় ৭৯ লক্ষ ৫২ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইলের ডিসপ্লে এবং ২৫ লক্ষ ৪৮ হাজার টাকা মূল্যের ভারতীয় খাদ্য সামগ্রী রয়েছে। সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জিয়াউর রহমান, পিবিজিএম, বিজিবিএমএস, এএসসি বলেন, সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে বিজিবি থাকবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক হয়ে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব অবৈধ ভারতীয় মালামাল জব্দ করা হচ্ছে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ সাইফুল ইসলাম ফয়সাল
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত