
সাইফুল ইসলাম ফয়সাল।।
বাংলাদেশ নৌবাহিনীর আয়োজনে অনুষ্ঠিত তারুণ্যের উৎসব “সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ” শীর্ষক কুমিল্লা অঞ্চলের বাছাই প্রতিযোগিতায় দুর্দান্ত সাফল্য অর্জন করেছে কুমিল্লা মডার্ন হাই স্কুলের শিক্ষার্থীরা।
চাঁদপুরে আয়োজিত এ প্রতিযোগিতায় তারা নির্বাচিত হয়ে পেয়েছে কাঙ্ক্ষিত “ইয়েস কার্ড”, যা দেশের সেরা সাঁতারু হওয়ার পথে তাদের নতুন দ্বার উন্মোচন করেছে।
🚩 ১৫ দিনব্যাপী নৌবাহিনী ক্যাম্পে অংশগ্রহণ
বাংলাদেশে সাঁতারের মানোন্নয়নের লক্ষ্যে নৌবাহিনী এই প্রতিযোগিতার আয়োজন করে। নির্বাচিত শিক্ষার্থীরা আগামী ২৫ অক্টোবর ২০২৫ থেকে শুরু হতে যাওয়া ১৫ দিনব্যাপী নৌবাহিনী ক্যাম্পিং-এ অংশগ্রহণ করবে।
এই ক্যাম্পে তারা পেশাদার প্রশিক্ষণ, ফিটনেস অনুশীলন ও প্রতিযোগিতামূলক সাঁতারে নতুন দক্ষতা অর্জনের সুযোগ পাবে।
🥇 জাতীয় পর্যায়ে অর্পা ও নিপার সাফল্য
বর্তমানে কুমিল্লা মডার্ন হাই স্কুলের দুই প্রতিভাবান সাঁতারু অর্পা (৯ম শ্রেণি) ও নিপা (৭ম শ্রেণি) জাতীয় স্কুল মাদ্রাসা ক্রীড়া সমিতির জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিতে ঢাকা অবস্থান করছে।
তাদের সঙ্গে রয়েছেন স্কুলের শিক্ষক ও প্রশিক্ষক শেলী আপা, যিনি নিজেও বাংলাদেশের জাতীয় পর্যায়ের সাঁতারু এবং বাংলাদেশ কাস্টমসের একজন অ্যাথলেট ছিলেন।
🏅 ১২টি পদক জিতে কুমিল্লার গৌরব
৫২তম জাতীয় স্কুল মাদ্রাসা ক্রীড়া সমিতির সাঁতার প্রতিযোগিতায় কুমিল্লা মডার্ন হাই স্কুলের সাঁতারুরা মোট ১২টি পদক অর্জন করেছে।
এর মধ্যে অর্পা ও নিপা তিনটি করে স্বর্ণপদকসহ বেশ কয়েকটি ইভেন্টে প্রথম স্থান অর্জন করেছে। উপজেলা, জেলা, উপঅঞ্চল ও আঞ্চলিক পর্বে তারা সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে।
💬 প্রশিক্ষণের সীমাবদ্ধতা, তবুও এগিয়ে তারা
স্কুল কর্তৃপক্ষ জানায়, কুমিল্লায় নিয়মিত প্রশিক্ষণের জন্য উপযুক্ত সুইমিংপুল না থাকায় শিক্ষার্থীরা সমস্যায় পড়ছে। দীর্ঘদিন ধরে বন্ধ থাকা স্থানীয় সুইমিংপুল পুনরায় চালুর দাবি জানিয়েছেন তারা।
তবুও এই প্রতিবন্ধকতার মাঝেও শিক্ষার্থীরা নিজেদের মেধা, পরিশ্রম ও নিষ্ঠা দিয়ে সাফল্য অর্জন করছে।
🌸 সবার প্রার্থনা
শিক্ষার্থীদের এই অর্জনে কুমিল্লা মডার্ন হাই স্কুল পরিবার ও কুমিল্লাবাসী গর্বিত।
সবার একটাই কামনা—
“ওরা যেন শুধু সাঁতারে নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রে সেরা মানুষ হয়ে উঠতে পারে।”