
মোঃ আবদুল আউয়াল সরকার, স্টাফ রিপোর্টার।।
অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে
লায়ন্স ক্লাব অব কুমিল্লার পক্ষ থেকে
এতিমখানায় শিশুদের খাদ্য, শিক্ষা সামগ্রী ও অসহায় দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।শনিবার (১৮ অক্টোবর ২০২৫ খ্রিঃ) কুমিল্লা মহানগরীর ঝাউতলা সেলিম ক্লিনিক প্রাঙ্গনে খাদ্য সামগ্রী বিতরন করা হয়।এসময় উপস্থিত ছিলেন, লায়ন্স ক্লাব অব কুমিল্লার সভাপতি আলহাজ্ব ডাঃ এ কে এম আবদুস সেলিম, সাবেক সভাপতি অধ্যাপক আলী আহসান টিটু, সাধারণ সম্পাদক মোঃ আবদুল হালিম,কোষাধ্যক্ষ লায়ন মোঃ আবদুল আউয়াল সরকার,সুশাসনের জন্য নাগরিক (সুজন) সদর দক্ষিনের সভাপতি এডভোকেট ইসলাম ইবনে শাইদ প্রমুখ।আলহাজ্ব ডাঃ এ কে এম আবদুস সেলিম বলেন,অক্টোবর মাস লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল কর্তৃক একটি সেবা মাস হিসেবে পালিত হয়, যেখানে বিভিন্ন স্থানীয় ক্লাবগুলো তাদের বার্ষিক সেবামূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। এই কর্মসূচির মধ্যে থাকে বৃক্ষরোপণ, শিক্ষামূলক কার্যক্রম, এবং অন্যান্য সামাজিক ও জনকল্যাণমূলক কাজ।