চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি।।
বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ অ্যাসোসিয়েশন, কুমিল্লা জেলা শাখার এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় এজেন্ডাভিত্তিক সরকার নির্দেশিত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পাঠ অনুমোদন ফাইল তৈরি-জমা ও অগ্রগতি সংক্রান্ত বিষয়, অ্যাসোসিয়েশন বৃত্তি পরীক্ষা-২০২৫ আয়োজন, দক্ষতা উন্নয়নে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের প্রশিক্ষণের প্রয়োজনীয়তা, উদ্যোগ গ্রহণ ও সফল আয়োজন এবং ২০২৬ শিক্ষা বর্ষের বিনামূল্যের সরকার প্রদত্ত ‘বই প্রাপ্তিতে করণীয় শীর্ষক গুরুত্বপূর্ণ ও ফলপ্রসু আলোচনা হয়।শনিবার (১৮ অক্টোবর) সকালে কুমিল্লা মহানগরীর ‘হোটেল রুচি বিলাশ এন্ড রেস্টুরেন্ট’ হলরুমে এ উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ অ্যাসোসিয়েশন এর কেন্দ্রীয় চেয়ারম্যান, অবসরপ্রাপ্ত শিক্ষা অফিসার, বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলাম খন্দকার।সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ অ্যাসোসিয়েশন এর কেন্দ্রীয় কো-চেয়ারম্যান ড. মনিরুজ্জামান, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এম এ মান্নান মনির।অ্যাসোসিয়েশন এর কুমিল্লা জেলা শাখার সভাপতি মো. জসিম উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মাসুদ রানার সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশন এর জেলা শাখার সদস্য কাজী মো. কবির হোসেন সেন্টু, মোহাম্মদ শফিউল্লাহ (শফিক), মো. মনির হোসাইন, মো. আজাদ হোসাইন, মো. আলমগীর হোসাইন, মো. আবুল কাশেম, মো. ফারুক হোসেন মোল্লা, মো. মিজানুর রহমান, মো. শাহজাহান, সাংবাদিক মুহা. ফখরুদ্দীন ইমন, মো. জহিরুল ইসলাম, কাঞ্চন বিশ্বাস, মো. মাজহারুল ইসলাম, এম আই সোহেল সহ কুমিল্লার বিভিন্ন উপজেলা থেকে আগত বিভিন্ন প্রতিষ্ঠানের পরিচালক, প্রধান শিক্ষক ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ সাইফুল ইসলাম ফয়সাল
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত