স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা র্যাব-১১,সিপিসি-২ এর পৃথক পৃথক অভিযানে ৪৪.৫ কেজি গাঁজা’সহ ০৩ জন গ্রেফতারঅদ্য ১৬ অক্টোবর ২০২৫ইং তারিখে ০৮.০০ ঘটিকায় র্যাব-১১, সিপিসি-২ একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন জগন্নাথপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।র্যাব জানায়,২টি পৃথক অভিযানে অভিযানে ৩৫ কেজি গাঁজা ও ০১ টি প্রাইভেটকার’সহ, ০৩ জন মাদককারবারীকে গ্রেফতার করেন।অপর একটি অভিযানে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন নোয়াগাঁও এলাকা হতে ৫০ বোতল স্কাফ ও ৯.৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। র্যাব জানায়,গ্রেফতারকৃত আসামী ১। মোঃ আরিফ (২৮) কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার শারিফপুর গ্রামের মোঃ রশিদ এর ছেলে, ২। মোঃ রনি (২৮) ফেনী জেলার সদর থানার লালপুর গ্রামের মোঃ আনোয়ার হোসেনের ছেলে এবং ৩। মোঃ ইমান হোসেন (৫৯) কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার পাথুলিয়া গ্রামের মৃত কফিল উদ্দীন এর ছেলে ।র্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামীগণ দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে জব্দকৃত প্রাইভেটকার ব্যবহার করে ব্যবসায়ীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় ও সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত আসামীগণের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।