মোঃ অপু খান চৌধুরী,কুমিল্লা সংবাদদাতা।।
কুমিল্লার সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকার ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া, কসবা, মঈনপুর, খাদলা, মাদলা ও চন্ডিদার বিওপি এবং কুমিল্লা জেলার সালদানদী, শশীদল, সংকুচাইল, খারেরা ও বড়জ্বালা বিওপির সীমান্তবর্তী এলাকা হতে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে গত ১ অক্টোবর হতে ৬ অক্টোবর দায়িত্বপূর্ণ এলাকা থেকে ভারতীয় অবৈধ ১,৮৩,৪৬,১৩২/- (এক কোটি তিরাশী লক্ষ ছেচল্লিশ হাজার একশত বত্রিশ) টাকা মূল্যের অবৈধ ভারতীয় অরিও বিস্কুট, ফুচকা, বাসমতি চাউল, গরু, শাড়ী, রেডবুল এনার্জি ড্রিংকস, স্কিন সাইন ক্রিম, ইস্কাফ সিরাপ, মেহেদী, হেলফিট ঔষধ, নেভিয়া বডি লোশন, রিংগার্ড ক্রিম, মোভ স্প্রে, ডেইরী মিল্ক চকলেট, ডার্ক চকলেট, সিএনজি, বাঁজি, তাস, ডাবর আমলা তৈল, ইঁদুর মারার ঔষধ, লোহার কাঁচি, লোহার কুচ, কাঠের আচাড়ী, চুলের মেহেদী পাউডার, চুলের কালো কলপ, খুর, চুল কাটার কেঁচি, চুলের ক্লিপ, ফেসওয়াস, বীজ, চিপস, পিকআপ, ডাব সাবান, বডি স্প্রে ও দাতের মাজন জব্দ করে। আটককৃত মালামাল নিকটস্থ আখাউড়া ও কুমিল্লা কাস্টমস্ এ জমা করা হবে।বিষয়টি নিশ্চিত করেন ৬০ বিজিবি সুলতানপুর ব্যাটালিয়নের পরিচালক ও অধিনায়ক লেঃ কর্নেলমোঃ জিয়াউর রহমান, পিবিজিএম, বিজিবিএমএস, এএসসি তিনি আরো বলেন সর্বদা সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব চোরাচালানী মালামাল জব্দ করা হয়।