মাহফুজ আনোয়ার সৌরভ,নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লার বুড়িচং উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আখলাক হায়দারকে সহযোগী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আবু কালামকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার ( ৫ অক্টোবর) সকালে নগরীর ফৌজদারি মোড় থেকে কোতোয়ালী থানা পুলিশের অভিযানে তার তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল হক। ওসি জানান, গ্রেফতারকৃত আবুল কালাম সর্দার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলার আসামি। গত বছরের ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। সম্প্রতি তিনি সরকার বিরোধী বিভিন্ন কার্যক্রমে সক্রিয় হয়েছেন। আবু কালাম সর্দার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের রামপাল গ্রামের ঝাড়ু সর্দারের ছেলে।উল্লেখ, গত শুক্রবার (৪ অক্টোবর) নিজ বাসা থেকে গ্রেফতার করা হয় বুড়িচং উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আখলাক হায়দারকে।